ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯) আরো জানুন-
https://www.ifatwa.info/3747
ফিকহে দু'টি পরিভাষা রয়েছে,
(১) ইবাহত,অর্থ কেউ কাউকে কোনো জিনিষ যদি ইবাহতের নিয়তে দেয়,তাহলে ঐ জিনিষ সে নিজে ঐ কাজের জন্য ব্যবহার করতে পারবে,যে কাজের জন্য ইবাহত করে দেয়া হয়েছে।
(২) তামলিক,মালিক বানিয়ে দেয়া।যদি কেউ কাউকে কোনো জিনিষের মালিক বানিয়ে দেয়,তাহলে সে শুধুমাত্র ঐ জিনিষের মালিক হয়ে যাবে।সে যেকোনো কাজে ব্যবহার করতে পারবে।অন্য কাউকে হাদিয়াও দিতে পারবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বিয়েতে মালিক বানিয়ে দেয়া হয় না বরং খাওয়ার অনুমোদন দেওয়া হয়, তাই বিয়েতে যতটুকু সম্ভব নিজে ভক্ষণ করা যাবে তবে বাড়িতে কিছুই নিয়ে আসা জায়েয হবে না।