আস্সালামুআলাইকুম হুজুর আমি IOM এর আলিম কোর্সে ভর্তি হয়েছি,আমি কি আমার মাকে নিয়ে ক্লাস গুলো করতে পারবো ? মাকে বই গুলো পড়তে দিতে পারবো ? যেহেতু আমি একটা কোর্সে নিয়েছি ,কিন্তু আমার মাও দ্বীনী ইলম অর্জন করতে চাচ্ছেন উনি কোনো পরীক্ষা দিবেননা ,IOM এর টেলিগ্রামেও যুক্ত হবেনা , এবং IOM এর ফাসেবুক (সিস্টার্স) গ্রুপেও জয়েন হবেনা । আমরা মা মেয়ে দুজন মিলে একসাথে কি ক্লাস গুলো দেখতে পারবো ? বই গুলো পড়তে দিতে পারবো? এটাকি অন্যায় বা প্রতারণা হবে?
২) আমি দুআ কুনুতটা মুখস্ত করেছি ,কিন্তু সালাত আদায়ের সময় অর্ধেক
পড়ার পরেই ভুলেযাই কোন লাইনটা আগে আর কোনটা পরে হবে,এমন অবস্থায় আমি অর্ধেক দুআ পরেই সালাত আদায় করি ,আমার সালাত কি হয়েছে ? এভাবেই অর্ধেক দুআ কুনুত পড়লে কি সালাত শুধু হবে !?
3)আমার একটা জামা আছে যেখানে ছোট্টছোট্ট প্রাণীর ছবি আছে ,ইঁদুর ,বিড়াল ,এগুলোর ছবি ,যেগুলোর সাইজ এক ইঞ্চি এর ৩ ভাগের এক ভাগ হবে ,অথবা এর থেকেও ছোটো হবে। আমি ভুল বসত এই জামা পরিধান করেই সালাত আদায় করে ফেলেছি। .আমার সালাত কি শুদ্ধ হবে ? এই জামাতা কি পড়া যাবে ?