আস্সালামুআলাইকুম হুজুর দয়াকরে দ্রুত উত্তর দিয়ে আমাকে সাহায্য করুন,আমি খুবই চিন্তায় আছি ,আগের প্রশ্নে আমি বিস্তারিত উল্লেখ করিনি ,তাই আমার কিছু না জানা রয়ে গেছে ,
হুজুর আমাকে ক্ষমা করবেন এতগুলো প্রশ্ন একসাথে করে আপনাকে কষ্ট দিচ্ছি ! আমি খুবই দুঃখিত হুজুর ! দয়া করে আমার উপরে রাগ করবেন না।
১)হুজুর কেউ বলেন ৭ বছরে সালাত ফরজ ,কেউ বলে ১০ ,কেউ আবার ১২ ,কোনটা সঠিক ?
২) আমার ঠিক মনে নেই যে আমি কত বছর বয়স থেকে সালাত আদায় করা শুরু করেছিলাম ,ক্লাস ৫ থেকেই পড়তাম,কিন্তু দিনের বুঝ কম থাকায় অনেক ওয়াক্তের সালাত কাযা হয়েছে ,তো আমি জোর দিয়ে বলতে পারি ,খুব সম্ভবত আমার বয়স যখন ১৪/১৫ তখন থেকে আমি কোনোদিন ইচ্ছে করে সালাত কাযা করিনি ,বেদ্বীন পরিবারে থাকায় নিজের বিবেকেই আমি সালাত কে আঁকড়ে ধরে ছিলাম ,কিন্তু ইসলামিক ইলম কিছুই অর্জন করতে পারিনি তখন , এবং আমার ১৩/১৪ বছর থেকে যখন পিরিয়ড শুরু হয় তখন রোজার মাসের সেই দিনগুলোতে ৭/৮ টা করে রোজাও কাযা হয়েছে , তো এখন আমাকে কি ৭-১৪ বছর পর্যন্ত যতো কাযা সালাত এবং সাওম আছে সব পূরণ করতে হবে !? নাকি আল্লাহর কাছে অনেক অনেক তওবা করে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দিবেন...?
৩) হুজুর আমি নিয়মিত এখানকার সব প্রশ্ন পড়ার চেষ্টা করি ,কিছুদিন আগে একজনের প্রশ্ন থেকে হুরমত সম্পর্কে কিছুটা জানতে পেরেছি ,এখন আমার প্রশ্ন হলো কোনো মেয়ের হাত ধরে কারো মনে যদি নোংরা চিন্তা আসে ,এবং মেয়েটি যদি(নোংরা চিন্তা ) এরকম কিছু কল্পনাও না করে থাকে তবুও কি মেয়েটির হুরমত হবে ? মানে উভয়কেই মনে কুচিন্তা আন্তে হবে ? নাকি যে কোনো একজনের মনে নোংরা চিন্তা আসলেই হুরমত হয়ে যাবে ? মেয়েটি যদি নির্দোষ হয়ে থাকে ? কিন্তু কোনো পুরুষ যদি জোর করে বা এমনিতেও মেয়ের হাত ধরে নোংরা চিন্তা আনে ? হুজুর আমি নতুন ইসলামিক ইলম অর্জন করছি ,আমি ছোটবেলা থেকেই এইসব বুঝতামনা ,আমার অনেক নন মাহরাম দাদুভাই ,আঙ্কেল ,মামা ,আমাকে কথার চলে হাত ধরতেন , গায়ে হাত দিতেন ,আমার তখন খুবই অস্বস্তি বোধ হতো ,কিন্তু কিছু বলতে পারতামনা ,এখন আমি বুঝতে পারছি যে আমার তখন নিজেকে আড়াল রাখা ফরজ ছিল ? এক্ষেত্রে কি হুরমত হবে ? আমি তো কোনোদিন মনে নোংরা চিন্তা আনিনি ,কিন্তু ব্যক্তিটি যদি আমাকে নিয়ে কেউ চিন্তা করে ফেলে তবে ?
৪) যদি এমন হয় যে আমাকে দূরে কোথাও যেতে হচ্ছে যেখানে সালাত আদায় করার উপায় নেই , এক্ষেত্রে কি আমি ওয়াক্তের আগেই বাড়িতে সালাত আদায় করে সেখানে যেতে পারবো ? জোহরের সালাত ১১ টায় পরে নেই যদি কাজ না হবার জন্য ?
৫)ফরজ গোসুল আদায় এর পর কি আবার ওযু করতে হবে সালাতের জন্য ? নাকি এই গোসুল দিয়েই সালাত আদায় করতে পারবো ?
৬)নিয়মিত তাহাজ্জুদ, প্রত্যেক ওয়াক্তের ইকামতের সময় সহ সব সময় মুনাজাতের সময় যদি আল্লাহ কে বলি হে আল্লাহ আমি এবং আমার বাবা মা যতই ভুল করে থাকি আপনি আমাদেরকে মাফ করে দিন ,আমাদেরকে শহীদি মৃত্যু দিন ,আমাকে বাবা মাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিন , এবং মনে প্রাণে যদি বিসসাস করে থাকি যে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন তাহলে আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন তো না !?
https://ifatwa.info/86815/
আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আমার পূর্বের এই লিংকের প্রশ্নের জবাব দিবেন ,আমি এখনো আগের প্রশ্নের জবাব পাইনি হুজুর !!
জাযাকাল্লাহু খাইরান হুজুর !! আপনাদের জবাব থেকে আমি কতটা উপকৃত হয়েছি বলে বুঝানো /প্রকাশ করা সম্ভব নয় ,অন্তরের গহীন থেকে দোআ আপনাদের জন্য।