আসসালামুয়ালাইকুম সম্মানিত মুফতি, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই!
(আমি)ছেলে নিজেকে হানাফি বলে থাকে,আর আকিদায় ও মানহাযে সালাফি, মেয়ে আহলে হাদিস বলে থাকে নিজেকে! কাজি অফিসে বিবাহ হয় এবং তালাক বিষয়ক অজ্ঞতার কারণে হানাফি মাযহাব অনুযায়ী ৩ তালাক হয়ে যায় যা সম্মানিত মুফতি কাছে শুনেছি!
মেয়ে সুইসাইড করতে ও রাজি, কারণ সে পচন্ড ভালবাসে আমায়,তার মতে বিবাহ ই হয়নি! পুনরায় বিয়ে করা যাবে,ও আমিও সেই বিশ্বাস রেখেছিলাম যে হিল্লাহ ছাড়াই পুনরায় বিবাহ করা যাবে! কিন্তু বিজ্ঞ আলেমদের মতে মতবিরোধ পাই, কেউ বলে বিয়ে ও তালাক হয়নি, কেউ বলে হয়ে গেছে! এই নিয়ে চরম সিদ্ধান্থীনতায় ভুগছি!
মেয়ে বলে তুমি যদি মনেই করো বিবাহ ও তালাক হয়ে গেছে,তাহলে আহলে হাদিস অনুযায়ী সুযোগ আছে তা সত্যেও যদি তুমি তা গ্রহণ না করো তবে তোমার কাছে তো হিল্লাহ বিবাহ তো সুযোগ আছে,আমি তোমাকে ছাড়া বাঁচবো কিভাবে ইত্যাদি,খুব কান্না করে, সাথে আমিও কান্না করি!
আমি চাচ্ছিলাম বুকে পাথর বেধে হলেও কিছুদিনের জন্য তাকে অন্যের করে দিয়ে হলেও আমৃত্যু যদি তাকে হালাল ভাবে পেতাম তবে ভালোই হতো,আর আল্লাহ ক্ষমাশীল তিনি নিশ্চয়ই ক্ষমা করে দিবেন আমাদের!ইং শা আল্লাহ!
তাই আমি চাচ্ছিলাম তাকে অন্যত্র হিল্লাহ বিবাহ দিতে, মেয়ের অভিভাবক অনুমতি ছাড়া ২ জন সাক্ষীর উপস্থিতে তাকে অন্যত্র বিবাহ দিয়ে সহবাস শেষে ওই ব্যক্তি যদি তাকে তালাক দিয়ে দেয় তবে তারপর আমি তাকে ইদ্দত শেষে বিবাহ করতে চাই! হিল্লাহ বিবাহ হারাম,কিন্তু হিল্লাহ বিবাহের মাধ্যমে উক্ত স্ত্রী আগের স্বামীর জন্য হালাল হয়ে যায় শুনেছি, স্যার ডা. জাহাঙ্গীর রা এক ফতোয়া পেইজে বর্তমানে ওনার পেইজে যিনি উত্তর দেন,শায়েহ আহমাদুল্লাহ এক ইউটিউব ভিডিও তে তাই ই দেখি হালাল হয়ে যাবে তবে গুনাহ হবে প্রচন্ড শুনেছি! আবার অন্যত্র কেউ কেউ বলেন হিল্লাহ বিবাহ হারাম তাই স্ত্রী আগের স্বামীর জন্য এভাবে হালাল হবে না,যারা বলেন হালাল হবেনা,তাদের মতে আবার আমাদের বিয়ে ও তালাক ই হয়নি!
সব কিছু মিলে আমি সিদ্ধান্ত নিতে পারছিনা,আবার তাকে সারাজীবন অন্য কারো করে দিতেও ইচ্ছে করেনা! আমরা লুকিয়ে বিয়ে করে ১ বছর কিছু বেশি সময় সংসার করেছি,দুই পরিবারের কেউ জানেনা এখনো!
২টি মতের মধ্যে কোন মত সঠিক কোনটা গ্রহন করবো তা বুঝতে পারছিনা! মনের মধ্যে সন্দেহ সংশয় কাছ করে যদি পারিবারিক ভাবে বিবাহ মাধ্যমে হালাল না হয় তবেতো আমৃত্যু যেনায় লিপ্ত থাকবো এই ভেবে!
তাই আমি সিদ্ধান্ত নিতে যাওয়া আগে জিজ্ঞাসা করে নেওয়া আলেম ও মুফতি কাছে উত্তম মনে করে আপনার এখানে প্রশ্ন করা দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়েন!
আমি চাচ্ছিলাম তাকে হিল্লাহ বিবাহ দিতে ও পরবর্তী আল্লাহ কাছে ক্ষমা চাইতে, তাতে সেও হানাফি মাযহাব অনুযায়ী অন্য স্বামীর দারা তালাক প্রাপ্ত হয়ে ইদ্দত শেষে আমার সাথে বিবাহ মাধ্যমে হালাল হয়ে যেত! যারা বলেন এই হিল্লাহ বিবাহ মাধ্যমে স্ত্রী হালাল হবেনা তাদের মতে আমাদের বিয়েটাই হয়নি( আহলে হাদিস অনুযায়ী)! সুতরাং পারিবারিক ভাবে বিবাহ মাধ্যমে হালাল হয়ে যাবো ১০০% দুটো মতেই ভেবে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি!কেননা হানাফি মাযহাব আলেম ফতোয়া অনুযায়ী হিল্লাহ বিবাহ করাই নিলে হারাম হওয়া সত্যেও আগের স্বামীর জন্য হালাল হবে,আর আহলে হাদিস মতে আগের বিয়ে ও তালাক ই হয়নি,! এমতঅবস্থায় পরবর্তীতে আমি পুনরায় বিবাহ করলে কিংবা পারিবারিক ভাবে বিবাহ করলে আমার আর পরবর্তীতে বিবাহ সংসার হারাম আছে এই সংশয় থাকবেনা,বরং হালাল ভাবেই সংসার করতে পারবো, আর আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইং শা আল্লাহ!
এটা সত্য যে প্রচন্ড কষ্ট হবে কিছু সময় জন্য স্ত্রীকে অন্যের করে দিতে, কিন্তু আমার ভুলেই তালাক হয়েছিল ভেবে অপরাধবোধ ও কাজ করে! হারাম ভাবে আবার সংসার ও করতে চাইনা, অতিত কে আকড়ে না ধরে নতুন করে দুজনে সুন্দর একটি সংসার পুনরায় বিবাহ মাধ্যমে আমৃত্যু কাটিয়ে দিতে পারতাম হালাল ভাবে ইং শা আল্লাহ!
আমার প্রশ্ন হলো: উপরিক্ত বর্ণণায় গুছিয়ে বলতে পেরেছি কিনা জানিনা,তবে আপনি আমার প্রশ্ন আশাকরি বুঝতে পারছেন! উক্ত বর্ণনা অনুযায়ী, স্ত্রী কে কোন পুরুষ সহিত বিবাহ দিয়ে সহবাস শেষে কিংবা কিছুদিনে মধ্যে ওই স্বামী তালাক দিয়ে দিলে আমি তাকে পুনরায় বিবাহ করলে আমাদের বিবাহ হালাল হবে কিনা?
স্ত্রী আহলে হাদিস,আমি নিজেকে হানাফি বলে থাকি কেউ জিজ্ঞাসা করলে..তবে কুরআন সুন্নাহ আলোকেই আমল চেষ্ঠা করি,যদিও মাযহাব কুরআন সুন্নাহ বিরোধী নয়, কুরআন সুন্নাহ এর ব্যাখা মত ও পথ!মাযহাব মানা জায়েজ মনে করি তবে একটি নির্দিষ্ট মাযহাব ই মানতে হবে অন্য কোনো মানা যাবেনা সেটা বিশ্বাস করিনা,অথাৎ এক মাযহাবের হয়েও অন্য মাযহাবের কোন মত শক্তিশালী হলে সে অনুযায়ী আমল করতে পারবে! তবে আমি যেহেতু আমি একটি ফিকহি মত গ্রহণ করেছি (হানাফি মাযহাব)তাই আমরা নতুন করে অন্য মাযহাব অনুযায়ী বিবাহ বাতিল ভেবে পুনরায় বিবাহ করতে পারবোনা যা হানাফি মাযহাব অনুযায়ী মুফতি বা আলেমদের ফতোয়া নিকট পেয়েছি!
দুইজন সাক্ষীর উপস্থিতে তাকে বিবাহ দিয়ে পরবর্তীতে ওই নতুন স্বামী তালাক দিলে আমি কি তাকে গ্রহন করতে পারবো পুনরায় বিবাহ মাধ্যমে যা ইসলামী শরিয়াহ অনুযায়ী হালাল হবে??
দয়া করে আমাকে উত্তর টি দিয়েন শায়েখ,কুরআন ও সুন্নাহ আলোকে!
উক্ত এই ফতোয়া অনুযায়ী আমল করবো ইং শা আল্লাহ!!
এই পেইজেই বিবাহ ও তালাক সংক্রান্ত এটাই আমার শেষ প্রশ্ন ইং শা আল্লাহ!
প্রশ্নটি মুফতি ইমদাদুল হক হজুরের নিকট!