ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযের কেরাতে যদি তাজবীদে ভূল হয়,যাকে লাহলে খাফী বলা হয়,তাহলে উক্ত নামাযকে দোহড়ানের প্রয়োজন নেই। তাজবীদ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1126 তবে যদি নামাযে এমন কোনো ভূল হয়,যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়,(এক্ষেত্রে তাজবীদ বিভাগের লাহনে জালী গ্রহণযোগ্য নয়,কেননা তাজবীদের পরিভাষায় এক হরফের স্থলে অন্য হরফ পড়ে নিলেই লাহনে জলী হয়ে যায়,চায় নিকটবর্তী মাখরাজ হোক বা দূরবর্তী মাখরাজ হোক,চায় অর্থ সঠিক থাকুক বা নাই থাকুক)কিন্তু ফুকাহায়ে কেরাম দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময়ে এবং অর্থ বিগড়ে যাওয়ার সময়ে নামাযকে ফাসিদ হওয়ার ফাতাওয়া দিয়ে থাকেন।
সুতরাং নামাযে কোনো হরফ উচ্ছারণের সময়ে,সেই হরফের স্থলে তার দূরবর্তী মাখরাজের কোনো হরফ উচ্ছারিত হয়ে গেলে,এবং অর্থ বিগড়ে গেলে নামায ফাসিদ হয়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/4350
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি তাজবীদ সহকারে তিলাওয়াত করতে পারেনন না। বিগত কয়েক বছরের কাযা নামাজ এখনো আপনার বাকি আছে। এবং একজন মাদ্রাসার উস্তাযার কাছে তাজবীদ শিখছেন।
(১) আপনি যেভাবে পারেন, সেভাবেই নামায পড়ে নিবেন। এজন্য আপনার নামাযে কোনো সমস্যা হবে না। নামায হয়ে যাবে,পরবর্তীতে আর উক্ত নামাযকে দোহড়াতে হবে না।। সাথে সাথে তাজবীদ সহ কুরআন তিলাওয়াতের চেষ্টাকে অভ্যাহত রাখবেন।
(২) পিরিয়ডের সময় যথাসম্ভব ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। সম্ভব না হলে অথবা অন্য কোনো হাজত থাকলে তখন অজু অবস্থায় না থাকলে কোনো সমস্যা হবে না।
(৩) পিরিয়ডের সময় স্বপ্ন দোষ হলে তাড়াতাড়ি গোসল না দিয়ে দেরী করলে গুনাহগার হব না। তবে অযথা দেড়ী না করাই উচিৎ কেননা গোসল ফরয অবস্থায় ফেরেশতারা কাছে আসেন না।
(৪) পিরিয়ড অবস্থায় তাজবীদ পড়া যাবে।হরফের মশকের ক্ষেত্রে পবিত্রতা বাধ্যতামূলক নয়।
(৫) আপনি ঘরোয়াভাবে তা'লিম করবেন। রিয়াযুসসালেহীন, ইসলাহী খুতুবাত,ইসলাহী মাজালিস,ফাযাইলে আ'মল, এই কিতাবগুলো ঘরে সবাইকে নিয়ে পড়বেন।আপনি পড়বেন এবং সবাই শুনবে।
(৬)কুনুতে নাজেলা জামাতের সাথে পড়তে হয়। একাকি কুনুতে নাযেলা প্রচলিত নয়।
كما في رد المحتار
وَظَاهِرُ تَقْيِيدِهِمْ بِالْإِمَامِ أَنَّهُ لَا يَقْنُتُ الْمُنْفَرِدُ،
(৭)"আল্লাহ ফিলিস্তিন উইঘুর কাশ্মীর সহ সকল নির্যাতিত মানুষকে সাহায্য করো"
এভাবে দু'আ করবেন।