আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
148 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (1 point)
আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ,

১.তালিমের মজলিসে বসার ক্ষেত্রে গায়ে গা লাগিয়ে বসা সুন্নত, ফাকা জায়গায় শয়তান এসে বসে এটা কতটুকু সত্য?

২.জিকিরের মজলিসে বসার দ্বারা আল্লাহ সুবহানাহু তা'আলা বান্দার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন,এই হাদিসে এখানে কি সগিরা এবং কবিরা দুই ধরণের গুনাহর কথাই বলা হয়েছে? আর গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন এর কথাও কি বলা হয়েছে?

৩.তালিম অর্থ কি?যেকোন জিকিরের মজলিস যেখানে আল্লাহকে স্মরণ করা হয় সেটাকে কি তালিমের মজলিস বলা যাবে?

৪.ছল্লাল্লহু আ'লাইহি ওয়া সাল্লাম, রসুলুল্লাহর(স:) উপর দরূদ পড়ার ক্ষেত্রে কেউ ছাল্লাল্লাহু বললে অর্থাৎ উচ্চারণে ভুল করলে কি গুনাহ হবে?

৫.তালিমের মজলিসে(মহিলাদের) বসার আদবের ক্ষেত্রে মেয়েদের সতর ঢেকে বসার ক্ষেত্রে কতটুকু ঢেকে রাখানো বুঝানো হয়?যদি কেউ সেই পরিমাণ সতর না ঢাকে এবং ওযু না করে বসে তাহলে কি ফেরেশতারা সেখানে থাকেন না?

এই বিষয়গুলো কুরআন, হাদিসের আলোকে জানতে চাচ্ছি..

জাযাকুমুল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (606,450 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) থেকে বর্ণিত।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقِيمُوا الصُّفُوفَ وَحَاذُوا بَين المنكاكب وَسُدُّوا الْخَلَلَ وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ وَلَا تَذَرُوا فرجات للشَّيْطَان وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهُ قطعه الله» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ مِنْهُ قَوْلَهُ: «وَمَنْ وَصَلَ صَفًّا» . إِلَى آخِرِهِ
 তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা সালাতের কাতার সোজা রাখবে। কাঁধকে সমান করো। কাতারের খালি স্থান পুরা করো। নিজেদের ভাইদের হাতে নরম থাকবে। কাতারের মধ্যে শায়ত্বন (শয়তান) দাঁড়াবার কোন খালি স্থান ছেড়ে দেবে না। যে লোক কাতার মিশিয়ে রাখবে আল্লাহ তা’আলা (তাঁর রহমতের সাথে) তাকে মিলিয়ে রাখবেন। আর যে লোক কাতার ভেঙ্গে দাঁড়াবে আল্লাহ তা’আলা তাকে তার রহমত থেকে কেটে দেন। (আবূ দাঊদ; নাসায়ী এ হাদীসকে, ’ওয়ামান ওয়াসালা সাফফান’ হতে শেষ পর্যন্ত নকল করেছেন)
(আবূ দাঊদ ৬৬৬, সহীহ আত্ তারগীব ৪৯৫, আহমাদ ৫৭২৪, সহীহাহ্ ৭৪৩, সহীহ আল জামি‘ ১১৮৭,মিশকাত-১১০২)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)নামাযের মত তালিমের মজলিসেও বসার ক্ষেত্রে জায়গা ফাঁকা না রাখা সুন্নত।কেননা ফাঁকা জায়গায় শয়তান এসে বসে থাকে।

(২)জিকিরের মজলিসে বসার দ্বারা আল্লাহ সুবহানাহু তা'আলা বান্দার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন।
এই হাদিসে এখানে সগিরা উদ্দেশ্য। এবং আল্লাহ চাইলে কবিরা গোনাহকেও মাফ করে দিতে পারেন। 

(৩)তালিম ইলমে ওহী শিক্ষার মজলিম। যেকোন জিকিরের মজলিস যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, সেটাকেও তালিমের মজলিস বলা যাবে, কেননা তা'লিমের মূল বিষয় হল, আল্লাহর ধ্যানজ্ঞান অন্তরে প্রতিস্থাপন করা।

(৪)ছল্লাল্লহু আ'লাইহি ওয়া সাল্লাম, 
রাসুলুল্লাহর(স:) উপর দরূদ পড়ার ক্ষেত্রে কেউ ছাল্লাল্লাহু বললে অর্থাৎ উচ্চারণে ভুল করলে, গুনাহ হবে না। তবে সঠিক ভাবে পড়া অত্যান্ত গুরুত্বপূর্ণ।

(৫)মহিলাদের তালিমের মজলিসে বা যে কোনো মজলিসে বসার আদবের ক্ষেত্রে মেয়েদের সতর ঢেকে বসার ক্ষেত্রে কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা এবং মুখমন্ডল খোলা রাখা ব্যতিত সমস্ত শরীরকে আবৃত করে রাখতে হবে।এবং সেখানে পুরুষদের আনাগোনা থাকতে পারবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/572


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...