ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) থেকে বর্ণিত।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقِيمُوا الصُّفُوفَ وَحَاذُوا بَين المنكاكب وَسُدُّوا الْخَلَلَ وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ وَلَا تَذَرُوا فرجات للشَّيْطَان وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهُ قطعه الله» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ مِنْهُ قَوْلَهُ: «وَمَنْ وَصَلَ صَفًّا» . إِلَى آخِرِهِ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা সালাতের কাতার সোজা রাখবে। কাঁধকে সমান করো। কাতারের খালি স্থান পুরা করো। নিজেদের ভাইদের হাতে নরম থাকবে। কাতারের মধ্যে শায়ত্বন (শয়তান) দাঁড়াবার কোন খালি স্থান ছেড়ে দেবে না। যে লোক কাতার মিশিয়ে রাখবে আল্লাহ তা’আলা (তাঁর রহমতের সাথে) তাকে মিলিয়ে রাখবেন। আর যে লোক কাতার ভেঙ্গে দাঁড়াবে আল্লাহ তা’আলা তাকে তার রহমত থেকে কেটে দেন। (আবূ দাঊদ; নাসায়ী এ হাদীসকে, ’ওয়ামান ওয়াসালা সাফফান’ হতে শেষ পর্যন্ত নকল করেছেন)
(আবূ দাঊদ ৬৬৬, সহীহ আত্ তারগীব ৪৯৫, আহমাদ ৫৭২৪, সহীহাহ্ ৭৪৩, সহীহ আল জামি‘ ১১৮৭,মিশকাত-১১০২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)নামাযের মত তালিমের মজলিসেও বসার ক্ষেত্রে জায়গা ফাঁকা না রাখা সুন্নত।কেননা ফাঁকা জায়গায় শয়তান এসে বসে থাকে।
(২)জিকিরের মজলিসে বসার দ্বারা আল্লাহ সুবহানাহু তা'আলা বান্দার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন।
এই হাদিসে এখানে সগিরা উদ্দেশ্য। এবং আল্লাহ চাইলে কবিরা গোনাহকেও মাফ করে দিতে পারেন।
(৩)তালিম ইলমে ওহী শিক্ষার মজলিম। যেকোন জিকিরের মজলিস যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, সেটাকেও তালিমের মজলিস বলা যাবে, কেননা তা'লিমের মূল বিষয় হল, আল্লাহর ধ্যানজ্ঞান অন্তরে প্রতিস্থাপন করা।
(৪)ছল্লাল্লহু আ'লাইহি ওয়া সাল্লাম,
রাসুলুল্লাহর(স:) উপর দরূদ পড়ার ক্ষেত্রে কেউ ছাল্লাল্লাহু বললে অর্থাৎ উচ্চারণে ভুল করলে, গুনাহ হবে না। তবে সঠিক ভাবে পড়া অত্যান্ত গুরুত্বপূর্ণ।
(৫)মহিলাদের তালিমের মজলিসে বা যে কোনো মজলিসে বসার আদবের ক্ষেত্রে মেয়েদের সতর ঢেকে বসার ক্ষেত্রে কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা এবং মুখমন্ডল খোলা রাখা ব্যতিত সমস্ত শরীরকে আবৃত করে রাখতে হবে।এবং সেখানে পুরুষদের আনাগোনা থাকতে পারবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/572