১।আমি একটা টিউশনি করি যেখানে তার বাবার উপার্জন হালাল নয়। এখন আমার আসল প্রশ্ন হচ্ছে হক নিয়ে।যখন আমি টিউশনি নেই তখন স্টুডেন্টের মা আমাকে বলেছিলেন পরীক্ষা সময় এক্সট্রা পড়াতে হবে। আমিও তাই করেছি ওর যখন পরীক্ষা হয় বেশিরভাগ সময়ে সাধারণ দিনের থেকে ওকে বেশি পড়িয়েছি এমনকি যেদিন আমার বন্ধ সেদিনও আমি ওকে পড়াতে গিয়েছি।আমার বন্ধের সময় ওর পরীক্ষা চলমান ছিল আমি ঐদিন পড়াতে যাই আর মনে মনে এটা ভেবে নেই পূর্বে কারণবশত আমার নিজের থেকে যে বন্ধ গিয়েছিল ঐটা আমি আজ ফুলফিল করে দিলাম। এমন ভাবাটা কি আমার ঠিক হয়েছে ওর হক তো নষ্ট হলো না যেহেতু ওর মা বলেছিল পরীক্ষার সময় এক্সট্রা পড়াতে হবে।যদি হক নষ্ট হয়ে থাকে আমি এখন ওর হক কিভাবে আদায় করব টাকা দিয়ে নাকি ওকে বেশি করে সময় দিয়ে।
২।আমার স্টুডেন্টদের হক যদি আমি জানতেও জানতে নষ্ট করে থাকি তাহলে কি তার মার থেকে মাফ চেয়ে নিলেই হবে নাকি আমার টাকা দিয়ে সে হোক আদায় করতে হবে তারা যদি সে টাকা নিতে না চায় তাহলে আমি কি করবো তারা যদি এমনি আমাকে মাফ করে দেয় বলে না টাকা দিতে হবে না বা টাকার প্রয়োজন নেই তখন সে টাকাটা গ্রহণ করে কি আমার উচিত হবে যে টাকাটা আমি তাদের হক বাবদ দিতে চেয়েছিলাম।
৩।আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমার বাবা ছাড়া আমি অন্য কারোর হারাম উপার্জন ভোগ করবো না। এখন আমার বাবা যার উপার্জন হালাল নয় তিনি যদি এখন আমার মাকে কোন টাকা পয়সা দেয় হাত খরচের জন্য এবং সেই টাকা থেকে আমার মা আমার জন্য কোন কিছু কিনে আনে আমার পিছনে খরচ করে সেটা ভোগ করা আমার জন্য কি হালাল হবে। আমার ওয়াদা কি ভঙ্গ হবে।