আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
97 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
edited by
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,


কোনো দল যদি আল্লাহর যিকির না করেই মাজলিস শেষ করে উঠে দাঁড়ায়, তাহলে তারা যেন গাধার লাশ থেকে উঠে দাঁড়ায়। যিকির বিহীন সময়টুকু তাদের আফসোসের কারণ হবে।
সুনানে আবু দাউদ, ৪৮৫৫: সহিহ
by
reshown
আমি এভাবে ওয়াদা করেছি যে, “ আমি আপনার সামনে আল্লাহর কাছে ওয়াদা করছি আমার দিক থেকে ওই মেয়ে কে কোনো কল মেসেজ দিবো না এবং ওই মেয়ে কল মেসেজ দিলেও রেসপন্স করবো না" 

কিন্তু ওই মেয়ে অপরিচিত নাম্বার দিয়ে কল দেয় এবং আমি কথা বলি। 

এখন কি কাফ্ফারা আদায় করতে হবে না?? 
অনুগ্রহ করে জানাবেন প্লিজ!

1 Answer

0 votes
by (713,640 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা’আলা বলেন,
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ
এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ?
إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।
হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ )
যদি তোমরা সমকামী কাউকে পাও,তাহলে তাদের উভয়কে হত্যা করো। (এ নির্দেশ সরকারের জন্য)(সুনানে আবি-দাউদ-৪৪৬২,সুনানে তিরমিযি-১৪৫৬,সুনানে ইবনি মা'জা-২৫৬১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/11844


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সমকামী হারাম ও নাজায়েয। যেহেতু ঐ মেয়ের সাথে ভিন্ন রকম চিন্তাভাবনা মনের মধ্যে ঢুকে গেছে, তাই ঐ মেয়ের সাথে সকল প্রকার সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এক্ষেত্রে ওয়াদাভঙ্গ হবে না।

(২) এই মেয়ের সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না।

(৩) যদি আপনি যোগাযোগ করেন বা সে যোগাযোগ করে, তাহলে রেসপন্স করবেন না।,তবে এজন্য আপনাকে আবার ওয়াদা ভঙ্গের কাফফারা আদায় করতে হবে না। কেননা আপনি তো আল্লাহর নাম নিয়ে ওয়াদা করেন নি।

(৪) সম্পর্ক ছিন্ন করলে, সম্পর্ক ছিন্নকারীর গুনাহ হবে না।
(৫) আল্লাহর কাছে তাওবাহ করুন।

(৬) কিছুই জানাতে হবে না।

(৭) আল্লাহর কাছে তাওবাহ করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (713,640 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...