ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
জামা-কাপড়,চকলেট ইত্যাদি আর টাকা সবকিছু একই বিধান ভাই। যাদের ইনকাম হারাম, তাদের কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা যাবে না।
(২)
অদৃশ্যমান বলতে যা দেখা যায় না। যেমন প্রস্রাব। অদৃশ্যমান তিনবার ধৌত করতেই হবে।এটা ফিকহের বিধান,শরীয়তের হুকুম। এখানে যুক্তি গ্রহণযোগ্য হবে না।
(৩) ফিজিক্স ম্যাথ ইত্যাদি এর টিচারকে ভাই বলা যাবে।
(৪)
টিচারকে জিজ্ঞাসা করবেন, তিনি ঐ টাকা কোন খাত থেকে দিচ্ছেন। হালাল খাত থেকে দিলে নিতে পারবেন।হারাম খাত থেকে যদি দেন, তাহলে গ্রহণ করা জায়েয হবে না।