আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্,
উস্তাদজী,
১/
আমার সেজো বোন কয়েকদিন আগে আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেন এবং আজ জানান, আমাদের বাসা হচ্ছে গ্রামে,তো গ্রামের মহিলাদের নিয়ে দাওয়াতি কাজ করছি এই স্বপ্নটা দেখেন ।
স্বপ্নটা হচ্ছে:
আমি আমার গ্রামের মহিলাদের নিয়ে একটা ক্যাম্পেইন করেছি এমন অর্থাৎ প্রচারণা করছি। এবং আমার সাথে আমার বোনেরাও কাজ করছে, প্রচারণার বিষয়টা হচ্ছে আমি তাদের সালাতের ভুল ত্রুটি সবকিছু শিক্ষা দিচ্ছি , কিভাবে সালাত পড়তে হবে তার সবকিছুই।
এ থেকে কি কোন শিক্ষা আছে উস্তাদজী ?
২/
আমার বাবার মোটামুটি ঠিক আছে তিলাওয়াত আলহামদুলিল্লাহ্ কিন্তু বিশেষ করে মায়ের সূরা কালাম ঠিক মতো সহীহ নয় , বয়স ও অনেক পড়াতে বসলে চেষ্টা করে কিন্তু পারে না কিছুতেই এমন, এ ক্ষেত্রে আমি কি করতে পারি‌? আমি মাকে বলেছি যতগুলো সূরা বা সম্পূর্ণ সালাত এ পাঁচ ওয়াক্ত আপনি যত সূরা পড়েন সব আবার নতুন করে শিখাবো । এর মধ্যে সালাত পড়তে এবং ইস্তেগফার চালিয়ে যেতে, এটা কি ঠিক আছে? চেষ্টার পর ও না পারলে কি সালাত হবে না উস্তাদজী? যেহেতু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত ভঙ্গের একটা কারণ হচ্ছে অশুদ্ধ তিলাওয়াত।
৩/
উস্তাদজী আমি নতুন কোন সূরা যদি হিফয করি এবং সেটা একেবারে কমপ্লিট মুখস্থ হওয়ার পর সেটুকু দিয়ে সালাত পড়ি এবং আমার ধারণা তিলাওয়াত ঠিক ছিল, কিন্তু এর মধ্যে ও যদি হারাকাত তানবীন বা শব্দ ছুটে গেলে কি সালাত ভেঙে যাবে,ফরয বা সুন্নাহ সালাতে? আমার সালাত পড়া শেষ কিছু দিন পর দেখলাম এই তিলাওয়াত টা আমি যবরের জায়গায় পেশ পড়েছিলাম এক জায়গায়, সেই সালাত যদি ধরতে পারি অমুক সালাত এ এই ভুল হয়েছিল তাহলে কি সেই সালাত আবার কাযা করতে হবে?