আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১) উস্তাদ, আমার বোন, বোনের স্বামী ও বোনের মেয়ে (বয়স ৭) । ওদের তিন জনকে আমার বোনের ননদ উমরাহ তে নিতে চাচ্ছেন। বোনের ননদ অর্থাৎ, ননদের স্বামী সম্পূর্ন খরচ বহন করতে চাচ্ছেন। এবং, উনারা, উমরাহ করেও দুবাই কিছুদিন এর জন্য বেড়াবে।
এরকম পরিকল্পনা।
আমার বোনের ননদের স্বামীর অর্থ সম্পদ, টাকা কড়ি প্রচুর। এমতাবস্থায়, আমার বোন এ ব্যাপারে নিশ্চিত হতে পারছে না, যে তাদের সম্পূর্ন আয় রোজকার হালাল কিনা।
তাই, প্রশ্ন ছিলো, আমার বোন, বোনের স্বামী ও তার মেয়ে কি উনাদের ( ননদের স্বামীর খরচে) উমরাহ করতে পারবে???
২) উস্তাদ, অনেকে বলেন মোবাইল ফোনে কুরআন এপস থেকে কুরআন তিলাওয়াত করতে উযূ লাগে না। আবার কোনো কোনো উলামায়ে কেরাম বলেন, উযূ ছাড়া মোবাইল ফোনে কুরআন এপস হলেও তা স্পর্শ করা যাবে না।
এক্ষেত্রে, কোনটা আসলে সঠিক ??
৩) অনেক বই থাকে যেগুলো তে আরবী লিখা থাকে। কখনও কখনও কুরআনের আয়াত আবার কখনো হাদীস থাকে।
এখন আমার প্রশ্ন হলো, এই যে বইয়ে আরবী লিখা থাকে, হাদীস বা কুরআনের আয়াত সেগুলো বই পড়ার সময়ে স্পর্শ লাগে। গুনাহ্ হবে? নাকি, এর জন্য উযূ লাগবে??
জাযাকাল্লাহ।