১. আসসালামু আলাইকুম শায়েখ এক সময় এক মেয়ের বিয়ের পর ইজাব কবুল এর মাসআলা পড়ে অতীতের কিছু বিষয় নিয়ে সন্দেহ আসতো। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করে জবাব পাওয়ায় এবং তার মনে পড়েছে সব গুলো ঘটনা কাল্পনিক মনগড়া। তার প্রেমিকের সঙ্গে কথা বলে সেও জানায় এমন কিছু ই হয় নাই৷ অন্য একটা বিষয় নিয়ে মায়ের সাথে মেয়ে কথা বলতে ছিল মা একটু ঘুরায়ে একটা কথা বলে। মেয়ে বলে বা এটা তুমি বলোনি তুমি এটা বলছিলা তখন মা বলছে হ্যা। পরে মেয়ে মাকে জিজ্ঞেস করে ঐ ছেলের সাথে কথা বলছিলা তুমি সব সত্যি বলছিলা না যেমন ঐ ছেলে বলছে ও যাকে বিয়ে করছে তাকে তালাক দিছে বলছে। তুমি তো তোমার মেয়েকে তালাক দাও বলো নাই। মা বলছে না। মা বলছে কি হইছে না হইছে জানি না তবে ওই ছেলে কখনো বিয়ে করতে চাই নাই৷ আমি জিজ্ঞেস করছি এর মানে কি তুমি তো ওর সাথে কথা বলছিল। সে বলছে আসলে আমি বোঝাইতে চাইছি ও কখনো পজেটিভ কথা বলে নাই। এটা কথার কথা বলছি। আর মেয়ের তো সব মনে আছে কিছুই হয় নাই। এখন এমন কথোপকথনে তো তালাক হয় না। মেয়ের অন্য ছেলের সাথে বিয়ে শুদ্ধ তাই তো শায়েখ?
২. পুরো পর্দা করে কিন্তু হাত মোজা পরা হয় না। হাতে আঙুলে আংটি পড়লে পরপুরুষ দেখলে গুনাহ হবে?
প্লিজ শায়েখ ১নং প্রশ্নের উত্তর দিবেন।