বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাদীসে বিয়ের জন্য দ্বীনদ্বার মহিলাকে খুজতে পরামর্শ দেয়া হয়েছে। যেমন,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী।
কিন্তু তুমি দ্বীনদারীত্বকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২সহীহ মুসলিম-১৪৬৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/18
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের সাথে সাথেই স্ত্রী অর্ধেক মহরের মালিক হয়ে যায়, এবং বাসর রাত তথা প্রথম সহবাসের সাথে সাথেই বাকী অর্ধেকের মালিক হয়ে যায়। এটা নারী জাতীর জন্য সম্মানের,যা কুরআন তাদেরকে দিয়েছে। কোন কোন বিধান কার জন্য কতটুকু উপযুক্ত তা আল্লাহই ভালো জানেন।আমাদের জ্ঞান বুদ্ধির সীমারেখা কম,তাই আমাদের সব সময় বুঝে নাও আসতে পারে।
নারীবাদীরা বলে থাকে, নারীরা কেন অর্ধেক সম্পত্তি পাবে? কেন নারীদের হাতে তালাকের ক্ষমতা থাকবে না? কেন নারীরা একাধিক বিয়ে করতে পারবে না? কেন নারীদেরকে ঘরে বসে থাকবে? এ সব প্রশ্নও সম্ভবত আপনি শুনে থাকবেন!!
নারীকে প্রাথমিকভাবে মহর দিয়ে দিলেও তালাকের মালিকতো একমাত্র পুরুষ।পুরুষ তালাক না দিলে তো নারী কখনো অন্যত্র গিয়ে বিয়ে বসতে পারবে না। বিয়ের সময় সতর্কতার সাথে স্বামী লক্ষ্য রাখবে যে, কাবিননামায় চালাকি করে স্ত্রী কি তালাকের অধিকার নিয়ে নিচ্ছে?
প্রতারণামূলক ঘটনা হয়তো দুয়েকটা ঘটতে পারে, তাই এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেই বিবেচনা করা হবে। এজন্য প্রথম থেকেই দ্বীনদার মহিলা খুঁজে বিয়ের প্রস্তাব দিতে হবে।