ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নকল করে পাশ করেছেন, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান।
(১.১) আপনি যদি কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য ভর্তি হওয়ার রুখসত থাকবে।
(১.২) না বলাই উচিৎ।
(১.৩)জ্বী, জায়েয হবে।
(১.৪) ঠিকটাক মত কাজ করে নিতে পারলে অবশ্যই হালাল হবে।
(২) যেহেতু আপনি ক্রয় করে নিয়ে এসেছেন, তাই আপনার জন্য নাজায়েয হবে না।
(৩) গন্ধ থাকলেও পবিত্রতায় কোনো সমস্যা হবে না।
(৪)
শরীরের কোনো জায়গায় প্রস্রাব লাগলে তা ডলে/মলে তিনবার ধৌত করতে হবে।
(৫) প্রস্রাব লাগা জামা পরিহিত অবস্থায় পুকুরে গোসল করলে জামার নাপাকি শরীরে চলে যাবে না।
(৬)অনেক সময় এমন হয় যে সাদাস্রাব শরীরেএ কোনো জায়গায় লেগে শুকিয়ে যাওয়ার পর বোঝা যায় না। কিন্তু কাপড়ে লেগে শুকিয়ে যাওয়ার পর সাদা ভাব বুঝা যায়, তাহলে কাপড়ের ক্ষেত্রে এটাকে দৃশমান নাজাসত বলে ধরে নেয়া হবে।
(৭)যদি এমন হয় যে, একটা ভেজা জামা (যা চিপলে পানি বের হবে না) অন্য একটা অপবিত্র জামার সাথে লেগে অপবিত্র জামাটা কিছুটা ভিজে উঠেছে।যদি ওই ভেজা পবিত্র জামাটা ওইখান থেকে উঠিয়ে পুনরায় অপবিত্র জমার সাথে লাগানো হয়(যা কিছুটা ভেজা) তাহলেও জামাটা অপবিত্র হবে না।