ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার বাড়ি কিশোরগঞ্জ এবং আপনা চাকরি সূত্রে টাঙ্গাইল থাকেন। আপনি কিশোরগঞ্জে যাবেনন ঠিক কিন্তু নিজ বাড়িতে যাবেন না। আপনার আগামীকালকের গন্তব্যস্থল কর্মক্ষেত্র হতে সফর পরিমাণ দূরত্বে হলেও নিজ বাড়ি থেকে সফর সমান দূরত্ব নয়। সেক্ষেত্রে আপনি কসর করবেন। কেননা নিজ বাড়িতে বা নিজ এলাকায় আমার পূর্ব পর্যন্ত আপনি মুসাফির হিসেবে গণ্য হবে।
لما في رد المحتار ج:٢ ص: ١٢١
وَأَمَّا الْفِنَاءُ وَهُوَ الْمَكَانُ الْمُعَدُّ لِمَصَالِحِ الْبَلَدِ كَرَكْضِ الدَّوَابِّ وَدَفْنِ الْمَوْتَى وَإِلْقَاءِ التُّرَابِ، فَإِنْ اتَّصَلَ بِالْمِصْرِ اُعْتُبِرَ مُجَاوَزَتُهُ وَإِنْ انْفَصَلَ بِغَلْوَةٍ أَوْ مَزْرَعَةٍ فَلَا كَمَا يَأْتِي،