ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ফাতাওয়ায়ে আলমগিরী বাংলা, হানাফি ফিকহ ফিকহের সম্পূর্ণ মাস'আলা না পেলেও অধিকাংশ মাস'আলা আপনি পেয়ে যাবেন। আপনি এই কিতাবটি সংগ্রহে রাখতে পারেন।
(২) নতুন নতুন সকল বিষয়ের সমাধার যে একটি কিতাবেই পেয়ে যাবেন, এমনটা সম্ভব না।হ্যা, অধিকাংশ পাবে, খালেদ সাইফুল্লাহ রাহমানি দাঃবা লিখিত জাদীদ ফিকহি মাসাঈল কিতাবে, এবং তাকি উসমানি দাঃবাঃ কর্তৃক লিখিত ফেকহি মাকালাত কিতাবে। তাছাড়া আধুনিক ও নতুন নতুন বিষয়ের ফাতাওয়া ও মাস'আলা জানতে দারুল ইফতার সাথে সুসম্পর্ক ও যোগাযোগ রাখতে হবে।
(৩) বাংলা ভাষাতে এমন কোনো কিতাব আছে বলে জানা নাই। তবে আরবীতে আছে। জফর আহমদ উছমানী রাহ কর্তৃক লিখিত 'ই'লা’উস-সুনান' কিতাব।
৪) ইমাম আবু হানিফা (রা) এর কিতাব আল-ফিকহুল আকবার বাংলাভাষায় অনুবাদকৃত রয়েছে।
আপনি যা জানতে চাচ্ছেন, সে সম্পর্কে জানতে হলে প্রথমেই আপনাকে আরবী ভাষা শিখে নিতে হবে।