ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসাফির যদি মুকিম ইমামের পিছনে জামাতে নামায পড়েন,তবে তিনি তখন পূর্ণ নামাযই পড়বেন।আর যদি মুসাফির ইমামের পিছনে জামাতে নামায পড়েন,তাহলে তখন কসর পড়বেন।
وان اقتدی مسافر بمقیم، أتم أربعاً، وان أفسدہ، یصلي رکعتین۔ ( الفتاوی الہندیة: ۱/۲۰۲، ط: زکریا، دیوبند )
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুসাফির যদি মাসবুক হিসেবে মসজিদে মুকিম ইমামের সাথে জামাতে শরীক হয়, তাহলে পূর্ণ নামায পড়বে। তথা আসরের ৪ চার রাকাত নামায পূর্ণ করবে।ইমামের সালাম ফিরানোর পর অবশিষ্ট রাকাতকে পড়ে নিবে।