১. কেও যদি তার স্ত্রীকে তালাকের ধমক দেয় যে দিয়ে দিবে, এর কয়েক ঘন্টা পরে/কয়েক দিন পরে/কয়েক মাস পরে ভিন্ন ঝগড়ার সময়, কেও যদি নিয়ত ছাড়া ভয় দেখানের জন্য তার বউকে কেনায়া বাক্য বলে তখন কি তালাক পতিত হবে?
তালাকের মজলিস কতোক্ষণব্যাপী স্থায়ী থাকে?
২. কেও যদি তার বউকে ভয় দেখানোর বলে, "দেখা করো দ্রুত, দেখা করো সিদ্ধান্ত নিবো, তোমার সাথে এভাবে আর সম্ভব না " এতে কি তালাকের মজলিশ হবে?
৩. কেও যদি তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে যে, " তুমি বিশ্বাস নষ্ট করছো তোমার সাথে থাকা সম্ভব না, তুমি তোমার একাউন্ট নাম্বার দাও কাবিনের টাকা দিয়ে দিবো" এতে কি তালাকের মজলিশ হয়ে যায়?
(উল্লেখ্য ২ ও ৩ এ এই কথা বলেছিলো শুধু যাতে তার বউ যেনো ভাবে, স্বামী মনেহয় তাকে ছেড়ে দিতে চায়, কিন্তু স্বামীর নিয়তে ছিলো তার বউ এটাই ধারনা করবে, শুধু ভয় পাবে)
৪. আমি আপনার থেকে বিস্তারিত বলে তালাকের ফতোয়া জেনেছিলাম তাও আমার শুধু খালি সেগুলোর কথা স্মরন হয় আর দেখতে মন চায়, যেগুলো অনেক আগেই হাইড করে ফেলেছি এবং আর আপডেটও শো করে না। সেখানে যদিও বলেছিলেন তালাক হয় নি তাও মনে মাঝেমধ্যে সন্দেহ হয়, আমি কি সব মন থেকে ঝেড়ে দিয়ে সংসার করতে পারি?
৫.আমি অনেক আগে যে যে প্রশ্ন হাইড করেছি তা কি আপনি আবার আনহাইড করতে পারবেন? আমি চাচ্ছিলাম আমার সকল প্রশ্ন আনহাইড করে দিতে...