আসসালামু আলাইকুম।
প্রশ্ন (১) যদি আমাকে কেউ অন্যায়ভাবে হত্যা করতে চায় তাহলে সে আঘাত করার আগে আমি কি তাকে আঘাত করতে পারি কি? হাদিস উল্লেখ করলে ভাল হয়।
প্রশ্ন (২) দাঁড়ি রাখা পছন্দ করি দাড়ির অনেক উপকারিতা আছে তা বিশ্বাস করি এবং অন্যদের দাঁড়ি পসন্দ করি কিন্তু নিজের দাঁড়ি খুবি ঘন ও কোঁকড়ানো মাঝে মাঝে কেমন যেন প্যাঁচ লেগে যায় এজন্য যদি আমার দাঁড়ি রাখতে অপছন্দ হয় তাহলে কি আমি কাফের কিংবা মুরতাদ হয়ে যাবো? শুনেছি আল্লাহ ও তার রাসুলের কোন বিধান অপস্নদ করলে সে নাকি মুরতাদ হয়ে যায়।