আসসালামু আলাইকুম ,
আমি একটি ছাত্রী মেস এ থাকি,,সেখানে ৩জন থাকে,,
আমরা ফ্লোরেই সলাত আদায় করি,,আমি প্রায়ই চাই যে সলাত শেষে জায়নামাজ এ বসেই ক্বুরআন তিলাওয়াত করতে।কিন্তু এ সময় আমার রুমমেট খাটের উপর শুয়ে থাকে,,এমতাবস্থায় আমার কি নিচে বসে ক্বুরআন পড়া উচিত হবে?
বিছানায় বসে পড়লে অলসতা চলে আসার সম্ভাবনা থাকে।