আসসালামু আলাইকুম,
আমি হানাফি মাজহাব ফলো করি, এখন আমার বিয়ের জন্য একজন দেখা হচ্ছে। ওনার সাথে কথা বলার পর আমি জানতে পারি, উনি কোনো মাজহাব ফলো করেন না, উনি বলেছেন,আমি আহলে হাদিস, হানাফি এমন কোনো দলের অন্তর্ভুক্ত না, আমি শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সকল আলেমকে সম্মান করি।
উনি দাড়ি রেখেছেন, টাখনুর উপর প্যান্ট পরেন, আবার উনি আমাদের মতো ২০রাকাত তারাবির নামাজ পড়ার মতটি মানেন, মেয়েদের মুখ ঢেকে পর্দা করা ফরজ এই মতটি ও মানেন। কিন্তু ছেলে মেয়েদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই এই মত মানেন, তখন আমি বলেছিলাম, নবিজি (স) তো বলেছেন, মেয়েরা সংকুচিত হয়ে নামাজ পড়বে।তখন উনি বল্লেন, জি, এটাতো স্বভাবগত কারণে পার্থক্য হবে।
উনি বলেছেন, উনি স্ট্রিক্টলি ইসলাম পালনের চেষ্টা করছেন। আর ওনার বায়োডাটাতে লিখা, উনি কুরআন শরীফের ৪টি বাংলা অনুবাদ ও সিয়াহ সিত্তাহর অনুবাদ পড়েছেন।এবং কোনো কিছুতে কনফিউশনে পড়লে জামেমসজিদের ইমাম ও উলামায়ে ইকরামের কাছে যান।
উনি একজন ডাক্তার, মেডিকেলে ৩য় বর্ষতে পড়ার সময় চেঞ্জ হয়েছেন। উনি ও ওনার পরিবার বলেছেন আমাকে পর্দার মধ্যে রাখবেন। আর আমার পরিবারেরও ওনাকে ভদ্র, দায়িত্বশীল মনে হয়েছে।
যেহেতু উনি মাজহাব মানেন না আর আমি মানি, এখানে কি বিয়ে করা যাবে?