আসসালামু আলাইকুম,আমি আমার বাবার একাউন্ট থেকে মেইল করছি।আমি খুবই পেরেশানি তে আছি,হালাল-হারামের চিন্তায় এবং তালাকের দুশ্চিন্তায় মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছি। মেহেরবানি করে দ্রুত উত্তর দিবেন।
১.যদি ঘরের ফ্রিজ অর্ধেকের বেশি সুদ বা অবৈধ টাকায় এবং বাকি কম অর্ধেক হালাল টাকায় কেনা হয় তাহলে ফ্রিজে রাখা খাবার গ্রহন করা যাবে নাকি?যদি এটা গ্রহন করা হারাম হয় তাহলে তো সব খাবার ই ফ্রিজে রাখা হয়,আর ১/২ দিন না খেয়ে থাকা যায় এর বেশি তো সম্ভব নয়।আমার নিজস্ব ইনকাম নেই,আমি একজন মেয়ে, ফ্রিজ বাবা কিনলেও কথা ছিলো এটা আমার বড় ভাই ও বোনের টাকায় কেনা।এমন হয় যে,ফ্রিজের খাবার নামিয়ে রেখে তাপমাত্রা নরমাল হলে খাওয়া যাবে?
২.যেহেতু মেয়েরা বাবার কর্তৃত্বাধীন, বাবার ইনকাম হারামের সংমিশ্রণ থাকলেও তাদের জন্য জায়েজ হয়।আমাদের গ্যাস,কারেন্ট এসব বৈধ নয় আবার এগুলোর বিল বাবা দেন না,বাবা স্বল্প বেতনে চাকুরী করায় তিনি সকল খরচ সব সময় বহন করতে পারেন না,পারলেও খুব চাপ হয় ফলে বড় বোন তার টাকায় এগুলোর বিল দেন।যেহেতু আমি আমার বোনের কর্তৃত্বাধীন নই ওর টাকায় বিল দিলে আমার জন্য তা গ্রহন করা বৈধ হবে কি?আর ১টি প্রশ্ন বিল বাবা বা পরিবারের যে দিয়ে থাকুক আমার বিয়ের পর কি আমি এই পরিবারে খাবার গ্রহন করতে পারবো?
৩.আমার বড় বোন একটা শোরুম এ সেলস গার্ল হিসেবে কাজ করে।ও শরীঈ পর্দা মেইনটেইন করে না।তবে হিজাব পড়ে। সেলস জবে কাস্টমার বিভিন্ন ভাবে হ্যান্ডেল করতে হয়,সেক্ষেত্রে হয়তো মিথ্যা ও বলে,আমি আমার বোনকে জিগ্যেস করেছি ও বলেছে ও মিথ্যা বলে না।তবুও আমার সন্দেহ লাগে।ও প্রাকটিসিং মুসলিম না,সব সময় না হলেও কিছু সময়/ ক্ষেত্রে বিশেষ বলতেও পারে।আমার প্রশ্ন পর্দা না করার কারণে এবং কিছু ক্ষেত্রে মিথ্যা বলার কারণে তার ইনকাম করা সব টাকা কি হারাম হবে?নাকি হালাল হারামের মিশ্রণ হবে? এবং বোন হিসেবে আমি তা গ্রহণ করতে পারবো কি না?
৪.বাবা জীবিত থাকা কালীনও কি অন্যান্য মাহরামদের কর্তৃত্বাধীন মেয়ে?বাবা ইনকাম হারামর সংমিশ্রণ হলে যেমন তা মেয়ে/স্ত্রীর গ্রহন করতে পারবে একই হুকুম নাকি আলাদা?বুঝিয়ে বললে ভালো হতো।
৫.সবশেষ প্রশ্ন: আমার বাবার একটি বাজে অভ্যাস তিনি প্রচন্ড গালি দেন।শুধু গালি নয় গালি জাতীয় যত বিশ্রি ভাষা আছে সবই বলেন,পান থেকে চুন খসলেই তার মুখে অকথ্য ভাষায় গালি শুরু হয়।আর এই গালি গুলো তিনি আমার দিয়ে থাকেন।আমি অনেক বার বুঝিয়েছি এসব গালি না দিতে বলার পড়ে তিনি চেষ্টা করেন না দিতে কিন্তু এতো বছরের অভ্যাস তাই পারেন না কন্ট্রোল করতে পড়ে যেই কে সেই,এখন তাকে বুঝানো ও ছেড়ে দিয়েছি।তিনি এমন বকা দেন যাতে করে আমার মনে সন্দেহ আসে তাদের মধ্যে তালাক হয়ে গেলো নাকি।যেমন: mother fucking, Bain ch*** এমন মা রিলেটেড আরো অনেক গালি।আমাকে মাফ করবেন, উল্লেখ না করলে আমার খুঁতখুত লাগবে এজন্য না চাইতেও লিখতে হচ্ছে।এছাড়াও রাগ করে এবং মজা করেও মাকে বলে থাকে গ্রামে গিয়ে কয়েকদিন বেড়িয়ে আয়,বা গ্রামে যা তুই আমি খরচ দিচ্ছি আর আসবি না এসব।আমার প্রশ্ন তাদের মধ্যে কি তালাক হয়ে গিয়েছে?হলে থাকলে এটা কোন পর্যায়ে?
আমার এবং আমার পরিবারের জন্য খাস করে দোয়া করিয়ে দিয়েন।আল্লাহ যাতে আমাদের হিদায়েত দেন।