আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১ টিউশনির মিডিয়া ফি সংক্রান্ত আপনাদের প্রশ্নোত্তর পড়েছি।আপ্নারা বলেছেন দালালির ফি নির্ধারিত থাকতে হবে।যথা ২০০০/১৫০০ এরকম।কিন্তু যদি এরকম না হয়ে, যদি এমন হয় যে, অভিভাবক যত টাকার চুক্তি করবেন শিক্ষকের সাথে তার ২৫% মিডিয়া কে দিবে। এভাবে কি জায়িজ হবে? অর্থাৎ 'যত টাকার' এবং 'পারসেন্ট' এই দুটা কি নির্ধারিত কথার খেলাফ?
২, আমি একজনকে একটা একটা টিউশনি দিয়েছিলাম,বলেছিলাম যত টাকার চুক্তি হোক না কেন তুমি আমাকে ১৫০০ টাকা দিবে। এটা কি জায়িজ হয়েছে? যদি না হয় তাহলে করণীয় কি?
৩, এক্ষেত্রে কমিশন নেয়ার ক্ষেত্রে আমি যে কমিশান নিচ্ছি এটা কি অভিভাবকের জ্ঞাত হওয়া শর্ত? না শিক্ষকের সাথে থেকে যেহেতু নেয়া হচ্ছে সে জানলেই চলবে? উদাহরণ স্বরুপ আমার কাছে টিউশনি আসে,আমি পড়াবনা,তাই আরেকজনকে দিয়ে দিই এবং তার থেকে কমিশান নেই,এক্ষেত্রে অভিভাবক জানেনা যে আমি কমিশান নিচ্ছি।