আসসালামু ওয়ালাইকুম
আমার প্রশ্ন : ১/সরকারি চাকরি কি হারাম? এর থেকে অর্জিত ইনকাম কি হারাম? কেন হারাম? আর সরকারি চাকুরি বাদে কোন কোন চাকুরি হারাম,উপার্জন হারাম?NGO এর চাকুরি, এর উপার্জন কি হালাল?
২/, সরকারি চাকুরির জাবতীয় টাকা পয়সা দিয়ে যা যা কিনেছেন সেইগুলোও হারাম হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে এই সকল সম্পদ কি আমাদের ভাগ করে নেওয়া ঠিক হবে? হারাম হবে কি না? না নেওয়া গেলে এই সম্পদের কি করবো?
ফ্ল্যাট থেকে যে বাসা ভারার টাকাটা আসবে এটা কি জায়েজ, হালাল(যদি হালাল উপার্জনকারী কেউ এই ফ্ল্যাটে থাকে)? আর যদি হারাম উপার্জনকারী এই ফ্ল্যাটে থাকে, তার থেকে পাওয়া ভাড়া কি হালাল হবে?
আর,রিটায়ার্ডের পরপরই আব্বু বসুন্ধরা কোম্পানির চেয়ারম্যানের আন্ডারে সিকিউরিটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। আমি আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কোনো অবৈধ কার্যকালাপ করে কি না, তাদের ইনকামে হারাম আছে কি না৷ আব্বু বলতে পারেনি সঠিকভাবে। আব্বু বলেছিলেন, তিনি কখনো তেমন কিছু দেখেননি, যা দেখেছেন নাকি ভালোই দেখেছে৷ আসলে সাধারণ কর্মচারীদের পক্ষে সবকিছু খোজ নেওয়া,জানা অসম্ভবই বটে। এক্ষেত্রে আমার মনে হয় হারামের ভয় থেকেই যায়(আল্লাহু আলাম)। আব্বুর চাকরির উপরেই আমরা নির্ভরশীল,বিষয়টা এমন যে চাকরি না থাকলে না খেয়ে থাকতে হবে, এরকম আরকি। আর আব্বু যে বেতন পায় বর্তমানে সেই টাকা দিয়ে সংসার চলে আলহামদুলিল্লাহ, পেনশনের যে টাকাটা পায় মাসে মাসে সেটাও খরচ করতে হয় সংসারে।
আমার প্রশ্ন :৩/ আব্বুর বর্তমানের ইনকাম কি হালাল? হারাম হলে আমার করণীয় কি?