আসসালামু আলাইকুম।
প্রশ্ন: ১: বর্ডার এরিয়া থেকে গরু কিনা কি জায়েজ?
কারন এসব গরু তো বর্ডার দিয়ে চোরাই পথে আসে।
প্রশ্ন: ২: আর যদি বাজারে এনে বিক্রি করে, তাহলে তো বুঝারও উপায় নাই যে এগুলো বর্ডার ক্রস গরু। তাহলে বাজার থেকে এসব গরু কেনা জায়েজ হবে?
ফার্মে পালনের জন্য এভাবেই তো গরু কিনতে হয়,
প্রশ্ন: ৩: আর আমি তো আমার হালাল টাকা দিয়েই এসব গরু ক্রয় করতেছি। তারপরও কি এসব জায়গা থেকে গরু কেনা জায়েজ হবে না?
প্রশ্ন: ৪: ধরেন, আমি যদি ৮৩ হাজার+/- দিয়ে একটি গরু কিনি, ৫-৬, মাস পালার পর গরুর খাবার খরচ হয় ১৬ হাজার+/- অর্থাৎ গরু কেনা + খরচ সহ মোট হয় ৯৯ হাজার+/- টাকা।
এখন গরুটা যদি আমি কিছু লাভে বিক্রি করি যেমন ধরেন ১.০৬ লাখে বিক্রি করি। তাহলে লাভ থাকে ৭ হাজার টাকা।
এখন গরুটা হাটে বিক্রি করার সময় নিয়ে যাওয়ার সময় আমরা খেয়াল করি, গরুটা একটু পর পর রাস্তায় বসে পড়ে। হয়তো পায়ে কোনো সমস্যা বা অন্য কোনো কারনে।
এখন আমরা ১০০% সঠিক জানি না যে গরুটা কি আসলেই অসুস্থ নাকি অনেক গরু একটু অলস থাকে এই কারনেও বসে পরতে পারে বারবার।
এরপর যদি আমরা সেই গরুটা কোরবানির সময় হাটে কারো কাছে বিক্রি করি, এবং ক্রেতাকে এই সমস্যার কথা না জানাই, তাহলে কি আমার সেই গরুর পিছনে যত টাকা খরচ হয়েছে সকল টাকা হারাম হয়ে যাবে? নাকি যতটুকু লাভ হয়েছে সেই টাকা হারাম হবে? নাকি সম্পুর্ণ টাকাই হালাল হবে?
হারাম হলে তার কাছে গিয়ে বললে লজ্জা পাবো। এমন অবস্থায় করনীয় কি?
প্রশ্ন: ৫: আমরা একটা গরু কিনেছিলাম ৮ মাস আগে কোরবানির সময় বিক্রি করার উদ্দেশ্যে। গরুটা কেনার সময় সেটার,সঠিক বয়স আমরা জানতাম না। ৮ মাস পালার পর এই কোরবানির সময় সেই গরুটা বিক্রি করার জন্য খেয়াল করলে দেখি গরুটার এখনো ২ দাত উঠেনি। আমি জানি ২ দাত না উঠলেও কোরবানি হয়, যদি ২ বছর হয়। কিন্তু আমরা তো গরু টা ৮ মাস আগে কেনার সময় সঠিক বয়স জানতাম না। আর গরুটা এখনো দাতে নি। তাহলে বুঝতেও পারতেছি না যে গরুটার বয়স ২ বছর হয়েছে কিনা।
এখন কেউ যদি আমাদের থেকে সেই গরুটা কিনে এবং কোরবানি দেয়, তাহলে কি তাকে বিক্রি করার জন্য আমাদের সেই বিক্রি করার টাকাটা হারাম হবে?
(বি:দ্র: যিনি গরুটা কিনেছে, উনি গরুটা দেখেই কিনেছে, আমরা মিথ্যা কথা বলিনি যে, গরুর বয়স ২ বছর হয়েছে। উনি কিনেছে কারন গ্রামের অনেক মানুষ ভাবে গরুর শিং দুই ইঞ্চি হলে বা গরুটা দেখতে বড় হলে কোরবানি হয়। কিন্তু আসলে তো তা নয়)
এমন অবস্থায় কি আমাদের সেই গরুর পিছে সব টাকা হারাম নাকি শুধু বিক্রি করার পর লাভের টাকা হারাম নাকি হালাল?