ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
দেখো আমাকে দরকার, না ফেল দরকার? কত অপেক্ষা করবো? ফেল করলে তো শেষ। আরো এক বছর। বাসায় তখন নারাজ হইবা।কি বইলা বুঝাবো।তখন তাদের রাজি করাতে পারবো না।
আরো কিছু ম্যাসেজ টানা সেন্ড করে এখন ফেল করলে তো শেষ। এই ম্যাসেজ দেখে ভয় হচ্ছে, এতে কোনো শর্ত আরোপিত হয়নি। এবং এদ্বারা কোনো তালাকও হবে না।
(২)"আমার বউ এর তালাকের অনুমতি দেওয়া হয়েছিলো?" যদি তালা* এর জায়গায় পুরো শব্দ লিখে ফেলতো তবেও কোনো সমস্যা হত না।
(৩) একটা কিতাবে লেখা দেখেছিলাম যদি কেউ হারাম মাল দান করে সওয়াবের আশা করে, এতেকরে ঈমানে কোনো সমস্যা হবে না।
ব্যাংকের লাভ নিয়ে আপনার মা সম্পর্কে যে বিবরণ দিলেন, এদ্বারা আপনার মায়ের কোনো সমস্যা হবে না।
(৪) হানাফি মাজহাবের একটা মত অনুযায়ী "ফিতনার আশংকা না থাকলে মেয়েরা চেহারা খোলা রাখতে পারে" সেই মতকে যেহেতু অধিকাংশ উলামাগণ প্রত্যাখ্যান করেছেন, তাই এই মতানুযায়ী আ'মল করা যাবে না।
(৫) সভ্যতার ইতিহাস নামের বই যেখানে ইসলামী আকিদা বিরোধী বিষয় রয়েছে।সেই বইকে
সাজেস্ট করা জায়েয হবে না। এটা স্পষ্ট কুফরি না হলেও পর্যায়ক্রমে কুফরির প্রচারই মনে হচ্ছে। তবে যদি কারো ব্যাপরে এই নিশ্চিতি থাকে যে, সে এটা পড়লে তার আকিদা নষ্ট হবে না, তাহলে কিন্তু তখন কাউকে ইতিহাস জানার উদ্দেশ্য নিয়ে সাজেষ্ট করা যেতে পারে।
(৬)কেউ যদি তার বউকে মজা করে বলে "তুমি আমার স্বপ্নে এসো'" এতে গুনাহ হবে না।