ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"আমি রাগের মাথায় আমার স্ত্রী কে বলি তোমার আমার বিয়ে করে ভুল করেছি,বিয়ে হই নাই,এই বিয়ে অবৈধ , এই বিয়ে বৈধ না ,এই বিয়ে মানি না ,এই বিয়ে হইছে না,তুমি হারাম আমার জন্য ,এই বিয়ে হারাম আমার জন্য। কিন্তু এইসব কথা আমি রাগের মাথায় বলার সময় তালাক এর কোনো নিয়ত ছিলো না।তালাক এর কোনো চিন্তা ও ছিলো না। মানে তালাক এর কোনো কিছুই আমার ভিতরে ছিলো না।আমি শুধু রাগে এই কথা গুলো বলেছি। আমার ভিতরে তালাক এর কোনো কিছুই ছিলো না।"
যেহেতু ঝগড়ার মুহূর্তে এগুলো বলা হয়েছে, এবং তালাকেরও কোনো নিয়ত ছিলনা, তাই তালাক হবে না।
(১)মনে মনে তালাক দিয়ে ৩ বার মুখে শব্দ করে থুথু নিক্ষেপ করলে তালাক হবে না। থুথু নিক্ষেপ করার সময় তালাক এর চিন্তা থাকলেও তালাক হবে না।
(২)মনে মনে তালাক দিয়ে কাগজে যদি (।।।)এইভাবে কলম দিয়ে দাগ দেওয়া হই বা কাগজের উপর হাত দিয়ে লিখা হয়, তাহলেও তালাক হবে না।
(৩)বারংবার দেওয়া হলেও তালাক পতিত হবে না।
(৪)আমি আমার স্ত্রীর সাথে রাগ করে এইসব কথা বলি তোমার মরার ইচ্ছে হইলে তুমি মরো,তুমি মরে গিয়ে যদি শান্তি পাও তাহলে মরো যাও।
এসব বলাতে কিছু হবে না।
(৫)আবার রাগে স্ত্রী কে বলি যে, বইন রে বইন! হইছে তো হইছে।
এতেও কিছু হবে না, তালাক হবে না।
(৬)আসমি আমার স্ত্রী কে বলি যে, খাবার খাও খাবার খেয়ে আমাকে উদ্ধার করো, আমাকে মুক্তি দাও!
এতেকরেও কিছু হবে না।
(৭)আমার স্ত্রী রাগ করে আমাকে বলেছে যে,আমার জাইগায় অন্য মেয়েকে বিয়ে করলে ভালো থাকতা,আমাকে ছাইড়া দাও,আমি বুঝতে পারছি আমি অনুভব করেছি আমি না থাকলে ভালো থাকবা তুমি তো আমাকে ছাইড়া দাও, অন্য কোনো মেয়েকে বিয়ে করো ,আমি মন থেকে বলতেছি আমাকে ছাইড়া দাও, আমাকে তালাক দাও,আমাকে মুক্তি দাও,আমাকে নিয়ে তোমার থাকতে হবে না ,আমি না থাকলে তুমি ভালো থাকবা,আমি না থাকলে তোমার জীবন আরো সুন্দর হবে ,আমি তোমার সাথে থাকতে চাই না,আমি তোমার ঘর করবো না ,আমি চলে যাবো,আমি না থাকলে ভালো ছিলো,আমি তোমাকে ছাইড়া দিছি এখন তুমি ও আমাকে ছাইড়া দাও।
এইসব কথা স্ত্রী আপনাকে বললেও তাতে কিছু হবে না,তালাক হবে না।