আসসালামুআলাইকুম ওয়া রহমাতআল্লাহি ওয়া বারাকাতুহ,
আমি জানতে চাচ্ছি,
১। পাইলস এর চিকিৎসায় আংটি (সাধারন বা আড়াই প্যাঁচ এর আংটি) অনেক মুরুব্বিরা হুজুর এর কাছ থেকে পাইলস এর চিকিৎসা হিসেবে এনে ব্যবহার করছে, তারা বলছে অসুখ এ ওষুধ খাওয়া গেলে এধরনের আংটি কেন ব্যবহার করা যাবেনা? এটা কি শিরক নয়?
২। দাম্পত্য জীবনে যাদুর সমস্যার বেশকিছু লক্ষন (শারীরিক) প্রকাশ পাওয়ায়, মুরুব্বিরা কেউ কেউ পরামর্শ দেয় "নাভি খুলে যাদু নষ্ট" করার, তারা নিজেরা এসব করে উপকৃত হয়েছে (এগুলা করার সময় অনেক কিছু "যাদুর অংশ নাভি থেকে বের হতে তারা দেখেছে, বা "মায়ের নাম" জেনে তাবিজ দেয় এমন হুজুরদের কাছ থেকে তাবিজ নিতে বলে সমস্যার সমাধান করতে, এসব করে নাকি তাদের, তাদের সন্তানদের সংসার ঠিক আছে, তারা সুখে আছে, কিন্তু এগুলো কি হারাম নয়? তাদের কথা, মায়ের নাম না জানলে সমস্যা সমাধান করবে কিভস, কারন একই নাম এর কত মানুষ আছে? এগুলো না করে, আল্লাহর উপর ভরসা করস, আল্লাহর কাছে দুয়া করতে থেকে বরং সমস্যা নিয়েই দিন পার করা কি জায়েজ নয়?
৩। সুদ এ টাকা ধার নিয়ে বাড়ি করা, ধুমধাম করে ছেলেমেয়ের বিয়ে দেয়া, এবং পরবরতিতে অন্যের থেকে যাকাত নিয়ে সেই ঋণ শোধ করা কি জায়েজ? যে বাক্তি এসব জেনে ঐ বাক্তিকে যাকাত দিবে, তার যাকাত কি আদায় হবে? ঐ ঋণগ্রহীতার যদি সম্পদ থাকে, কিন্তু সে সম্পদ বিক্রি না করে এভাবে ঋন করে চলে, এবং পরে আত্মীয়দের কাছ থেকে যাকাত নিয়ে তা শোধ করে, সেক্ষেত্রে ইসলাম কি বলে?
৪। পূর্বে ছবি আকা প্রতিযোগিতা থেকে পাওয়া স্বর্ণ , রৌপ্য, পদকসমূহ কোথায় দিয়ে দেয়া জায়েজ হবে (মসজিদ নির্মাণ, না কোন দরিদ্রদের চিকিৎসা ফান্ড এ)? পূূর্বের এই কাজ এর জন্য বাক্তি অনুতপ্ত?
জাযাকাল্লাহু খাইরান।