ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হালাল কাজ করার পর মালিক যদি সুদের টাকা দ্বারা আপনাকে বেতন দেয়,সেটা কি আপনার জন্য জায়েয হবে? এ সম্পর্কে মতবিরোধ থাকলেও গ্রহণযোগ্য কথা হল, যেহেতু আপনি হালাল ও বৈধ কাজ করার বিনিময় নিচ্ছেন, তাই আপনার জন্য জায়েয হবে।যিনি সুদের টাকা গ্রহণ করে আপনাকে বেতন দিবেন।গোনাহ উনারই হবে।
(২)
প্রতারণামূলক কাজে নিজেকে অংশীদার করা কখনো জায়েয হবে না।এবং এত্থেকে প্রাপ্ত বেতনও জায়েয হবে না।সুতরাং এই প্রতারণামূলক কাজ থেকে নিজেকে সম্পূর্ণ গুছিয়ে নিতে হবে।
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)