ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মোবাইলে ইসলামিক কোনো পোস্টে আল্লাহ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখা থাকলে বা তাদের নাম থাকলে, তখন পা যদি ফোনের উচ্চতার উপর থাকে, তাহলে পাকে নামিয়ে নেওয়া আদব।তবে না নামালেও গুনাহ হবে না। কেননা এখানে অসম্মান করা হচ্ছে না।
(২) মোবাইলে হাদিস পড়ার ক্ষেত্রেও পা ফোনের উচ্চতার উপর থাকলে পাকে নামিয়ে নেয়াই উত্তম। তবে না নামালেও কোনো গুনাহ হবে না।
(৩) ফরজ হজ্জ ও নফল হজ্জের সওয়াব সমান হবে না।ফরজ হজ্বের ফযিলত বা মর্তবা অবশ্যই বেশী হবে।
(৪) ওযুর ফরজগুলো একবার করে আদায় করলেও ওযু হয়ে যাবে।