১. ব্যাংকে কাজ করে এমন ব্যক্তির বাসায় খাবার খাওয়া যাবে?
২. তাদের দেওয়া উপহার যেমন : ফল, মিষ্টি, জামা গ্রহণ করা যাবে?
৩. যদি গ্রহণ না করা যায়, তাহলে কেউ কোনো খাবার যেমন: আম/ কাঠাল দিলে সেটা কী করব? অপচয় করাও তো উচিত না।
৪. ব্যাংকে যারা কাজ করে তাদের বাসায় কিছু খেতে দিলে খায় না, তবে অনেক বেশি request করলে মন খারাপ হবে দেখে বাধ্য হয়ে খেলে সেই খাবার সম পরিমাণ টাকা দান করে দিলে কি হবে?
৫. জন্মদিন বা বিবাহ বার্ষিকী উপলক্ষে কেউ কোনো চকোলেট, মিষ্টি অন্য কোনো খাবার দিলে তা খাওয়া কি জায়েজ?