আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
সব গুলো প্রশ্নের উত্তর দিন কষ্ট করে ওস্তাদ। এক জাতীয় প্রশ্ন বার বার করার জন্য মাফ চাচ্ছি
১। http://ifatwa.info/75967/ ওস্তাদ এইখানে তালাক বিষয় নিয়ে কথা বলছিলাম, ওস্তাদ আগের প্রশ্ন গুলো পড়ে তারা পর উওর দিয়েন।
কিছু দিন আরো এক আলেমের সাথে এই বিষয় কথা বলেছিলাম উনি বলেছিলেন অনিচ্ছাকৃত বলে ফেললেও সমস্যা হবে না, এখন এইটা শুনার পর থেকে সম্ভবত মনে হচ্ছে আমি মনে হয় ইচ্ছা করে আমি করছি বা মুখ দিয়ে উচ্চারণ করছি, বার বার এইটা মনে হচ্ছে যে ইচ্ছা করে করছি, মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে যে আমি ইচ্ছা করে বলছি,
কিন্তুু আমি পরবর্তী আল্লাহর কাছে বলেছি আমি ইচ্ছা করে করি নাই, আমি এইগুলো ইচ্ছা করে কেন বলবো এইগুলো, বিবাহের পরে যাতে কোন বৈবাহিক সম্পর্কে যাতে সমস্যা না হয়।
**** ওস্তাদ এর ফলে ভবিষ্যতে বিবাহ করলে কি আমার কোন সমস্যা হবে বৈবাহিক সম্পর্কে ??
২। ওস্তাদ নামাজের মধ্যে এই কথা গুলো আসে মাথায়, ওস্তাদে নামাজে সূরা পড়ার পড়ার সময় মনে হয় এই কথা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, এখন নামাজের মধ্যে মুখ দিয়ে বের হয়ে গেছে কিনা সঠিক মনে পড়তাছে না কিন্তুু মনে হতো মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে।
**** ওস্তাদ এর ফলে নামাজের কোন ক্ষতি হবে??
****ভবিষ্যৎ বিবাহ করলে কি কোন সমস্যা হবে.??
৩। ওস্তাদ ইদানীং কয়েক দিন ধরে মনে হচ্ছে এইগুলো ওয়াসওয়াসা না, আমি মনে হয় ইচ্ছা করে করি।
এর ফলে কি কোন সমস্যা হবে ওস্তাদ?
কিন্তুু আল্লাহর কাছে বার বার বলেছি এইগুলো কেন মাথায় আসে কেন এমনে হচ্ছে আমি কিছু জানি না, সারাদিন প্রচুর টেনশনে থাকি এই সমস্যার জন্য,
আমি আর সহ্য করতে পারছি না এইগুলো.