আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
ওয়াসওয়াসা নিয়ে প্রশ্ন। ওস্তাদ মেহেরবানি করে কষ্ট না পেয়ে প্রপ্রতি টা প্রশপ্রশ্নের আলাদা আলাদা উওর দিয়েন।
১।
https://ifatwa.info/74664/ এই লিংক এর ১ম ২ টা প্রশ্ন করেছিলাম তালাক সম্পর্কে। এই প্রশ্ন টা মাথায় আসার পর / প্রশ্ন টা এইখানে করার পর সম্ভবত সঠিক মনে পড়তাছে না, সেইটা হলো তালাক এর কথা গুলো মুখ দিয়ে উচ্চারণ করেছি কিনা, মাঝে মধ্যে মনে হয় করেছি আবার মনে হয় করি নি, এখন ওস্তাদ সঠিক কি করেছি, আমি নিজেও বুঝতাছি না।
*********** ওস্তাদ এখন যদি মুখ দিয়ে উচ্চারণ করে থাকি তাহলে কি আমি বিয়ে করলে কি কোন সমস্যা হবে, বৈবাহিক সম্পর্কে???
২। যেহেতু আমি ওয়াসওয়াসা রোগে ভুগতাছে। লিংক ওস্তাদ মুয়াল্লাক তালাক সম্পর্কে বলেছিলো এইটা দেখার পর এইটা শুধু মাথায় ঘুরতাছে যে, মুয়াল্লাক তালাক এর কথা গুলো কি বলেছি কিনা, মাঝে মধ্যে মনে হয় মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, আবার মনে হয় না না বলি নাই, বেশির ভাগ সময় সময় মনে হচ্ছে যে মনে হয় বলেছি। আমার মাথা কাজ করতাছে না ওস্তাদ কি হচ্ছে না হচ্ছে।
*****; এখন বলে থাকলে কি আমি বিয়ে করার পর কোন সমস্যা হবে বৈবাহিক সম্পর্কে?? ওস্তাদ যদি বলে থাকি তাহলে কি কোন সমস্যা হবে বিবাহ করলে??? মাথা কাজ করতাছেন না একটু।
ওস্তাদ দয়া করে উপরের ২ টা প্রশ্নের উত্তর দিয়েন আলাদা করে।
৩।
https://ifatwa.info/74693/ ওস্তাদ আপনি লিংকে বলেছিলেন, এইগুলো পরিহার করতে, আমি সর্বোচ্চ চেষ্টা করি পরিহার করার, কিন্তুু মাঝে মধ্যে এমন কিছু আসে মাথায় আমি চেষ্টা করে ও আর পারি না, এই তালাকের ওয়াসওয়াসা খুব ঝামেলার মধ্যে পড়ে গিেয়ছি, ওস্তাদ একটা ওয়াসওয়াসা শেষ না হতে নতুন করে আরো ওয়াসওয়াসা চলে আসে, এই কারণে এইগুলোও থেকে অনেক চেষ্টা করেও বের হতে পারতাছি না।
*** ওস্তাদ আমি কি মানসিক রোগি হয়ে যাচ্ছি কিনা বুঝতাছি না, ওস্তাদ আমি মানসিক ডাক্তর দেখালে কি ওয়াসওয়াসা থেকে মুক্তি পাবো কি???
৪। ওস্তাদ আমি একটি ছোট কাটো অনলাইনে বিজনেস করি, প্রায় ১ বছর আগে একটা পোস্ট এ বলেছিলাম একটির বেশি পণ্য কিনলে একটি আতর ফ্রী দিবো। এখন কত টুকু পরিমানে দিবো সেইটা বলি নি, যাার একের অধিক পণ্য কিনেছে তাদের সবাইকে অল্প পরিমাণে আতর দিয়েছিলাম।
** এখন আমার কি কোন গুনাহ হবে???