ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا رَقَدَ أَحَدُكُمْ عَنِ الصَّلاَةِ أَوْ غَفَلَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ يَقُولُ أَقِمِ الصَّلاَةَ لِذِكْرِى
অনুবাদ-যখন তোমাদের কেউ নামায ছেড়ে ঘুমিয়ে পড়ে, বা নামায থেকে গাফেল হয়ে যায়, তাহলে তার যখন বোধোদয় হবে তখন সে যেন তা আদায় করে নেয়। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-আমাকে স্মরণ হলে নামায আদায় কর।
(সহীহ মুসলিম, হাদীস নং-১৬০১
মুসনাদে আহমাদ, হাদীস নং-১২৯৩২
সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪১৮২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
হ্যাঁ, এক্ষেত্রে আপনার ফরজ নামাজ কাজা করার গুনাহ হবে।
(০২)
গোসল করে আসার পর ওয়াক্ত চলে গেলে কাজা নামাজ হিসেবে গন্য হবে।
সময় মতো নামাজ আদায়ের ছওয়াব পাবেননা।
তবে এলার্ম ইত্যাদির সহায়তা নেয়া সত্ত্বেও অনিচ্ছায় এভাবে ফজর কাজা হলে আশা করা যায় আল্লাহ তায়ালা আপনাকে মাফ করবেন।
(০৩)
আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন,গুগল ম্যাপ বা অন্য কোনো সোর্স থেকে সেটি কিলোমিটার আকারে জেনে নিবেন।
এক্ষেত্রে ৭৮+ কিলোমিটার হলে সফরের দূরত্ব ধরে নিবেন।