আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
উস্তাদ, আমি কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছি।আমার সবচেয়ে বড় সমস্যা আমি প্রোপার পর্দা মেইনটেইন করার চেষ্টা করছি। এটা নিয়েই খুব সমস্যা হচ্ছে।আমার ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে। তাই পরিবারের টেনশন ও বেড়ে গিয়েছে।আমার কিছু আত্মীয় স্বজন আছেন যারা খুবই ধার্মিক।তারাও আব্বু আম্মুকে বলে আমি নাকি এসব বাড়াবাড়ি করি।এজন্য আব্বু আম্মু আরো আপসেট হয়ে যায়।মাঝেমধ্যে রাগ করে।
ওস্তাদ, আমিও মাঝেমাঝে খুব কষ্ট পাই ওনাদের কথায়।তখন রিয়েক্ট করে ফেলি।এটার প্রভাব আমাকে কুরআন থেকে অনেক দূরে সরিয়ে ফেলে।আমি খুব চেষ্টা করি চুপ থাকার।কিন্তু মাঝে মাঝে তাদের প্রশ্নের উত্তর দিতে গেলেও নরমাল ভাবে উত্তর দিতে কষ্ট হয় খুব। ওনারা চাচ্ছেন আমি যেন বিয়ের পর ইসলাম মানি।এর আগে এত প্রয়োজন নেই।
উস্তাদ, আল্লাহ তো বলেছিলেন তুমি তোমার মাকে সন্তুষ্ট রাখো আমি তোমাকে সন্তুষ্ট করবো।এই যে আমি ওনাদের অমতেই পর্দা, কুরআন শিখা,কাউকে কুরআন শিখানোর কাজের সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করছি আল্লাহ কি সন্তুষ্ট থাকবেন না আমার প্রতি?উস্তাদ,আমি ম্যান্টিলি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি।সারাক্ষণ এটাই মাথায় ঘুরে বাবা-মা সন্তুষ্ট না হলে আল্লাহ ও সন্তুষ্ট না।আর যখনই বলা হয় বিয়ের জন্য পর্দা ছাড়ো তখন মনে হয় আমি বিয়ে করার জন্য আল্লাহর একটা বিধান অমান্য করছি।উস্তাদ আমি চাইনা কেউ আর আমাকে দেখুক, আমার ভালো লাগেনা।অনেক কষ্টে নিকাব নিয়েছি।হাত-প মুজা শুরু করতেই পারছিনা বাসায় প্রব্লেম হবে তাই। নিয়ত আছে শুরু করার আল্লাহ যেন সহজ করেন আমার জন্য।উস্তাদ, আমি আমি চেষ্টা করছি মাত্র,এখনো প্রচুর ভুল আমার।কিন্তু আমার ধার্মিক আত্মীয়দের কথায় আমি আরো মানসিক যন্ত্রণায় পরে যাই।মাঝেমধ্যে মনে হয় আর কারো সাথেই যোগাযোগ রাখিবোনা।ওনাদের তিরস্কার গুলো ও মেনে নিতে কষ্ট হয়।
পরিবার কষ্ট পাবে এজন্য সব বন্ধ করে দিচ্ছি।এখন আর কুরআন শিখাইনা কাউকে।প্র‍্যাকটিসের অভাবে প্রচুর ভুল এখন।লুকিয়ে নিজের আরবী ক্লাস করি।রেজাল্ট ও ভালো হচ্ছেনা
কিন্তু লুকিয়ে তো তো কিছুই সম্ভব না উস্তাদ। কি করব আমি?কি করা উচিত বুঝতেই পারছিনা কিছু।আমি জানি আল্লাহর সাহায্য আসবেই।কিন্তু একটু পরামর্শ দিন ওস্তাদ, যেন বাবা-মা ও কষ্ট না পায়।