বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অবিবাহিত পুরুষ-মহিলা যারা মারা যাবেন,জান্নাতে তাদেরকে হয়তো পরস্পর বিয়ে দেয়া হবে নতুবা জান্নাতী পুরুষ-মহিলাকে বিয়ে করার জন্য তাদেরকে সুযোগ দেয়া হবে।
জান্নাতে আল্লাহ তা'আলা জান্নাতীদের সকল আবদার ও মনের কামনাবাসনাকে উত্তমরূপে পূর্ণ করবেন।
আল্লামা আলুসি বাগদাদী রাহ বলেনঃ
ﻭﻳﻌﻄﻲ ﺍﻟﺮﺟﻞ ﻫﻨﺎﻙ ﻣﺎ ﻛﺎﻥ ﻟﻪ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﻣﻦ ﺍﻟﺰﻭﺟﺎﺕ ، ﻭﻗﺪ ﻳﻀﻢ ﺇﻟﻰ ﺫﻟﻚ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻣﻦ ﻧﺴﺎﺀ ﻣُﺘْﻦَ ﻭﻟﻢ ﻳﺘﺰﻭﺟﻦ .
জান্নাতি পুরুষদেরকে তার পৃথিবীর স্ত্রী দেওয়া হবে,সাথে সাথে ঐ সমস্ত মহিলাকেও তাকে দেওয়া হতে পারে যে মহিলা মারা গেছে এবং বিবাহ হয়নি। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/5365
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ তা'আলা যে প্রত্যেক মানুষের জন্যই জীবন সঙ্গিনী লিখে রেখেছেন, বিষয়টা কিন্তু এমন নয়।বরং যাদের জন্য জীবন সঙ্গিনী লিখে রেখেছেন, তারা তো মৃত্যুের পূর্বেই জীবনসঙ্গী পাবে। আর যাদের জন্য জীবন সঙ্গিনী লিখে রাখেন নি, তারা কিন্তু মৃত্যুর পূর্বে জীবনসঙ্গী পাবে না। হ্যা, মৃত্যুর পর তারা জান্নাতে গেলে, সেখানে তাদেরকে বিবাহ দেয়া হবে।