আসসালামু আলাইকুম । মুহতারাম, আমার স্ত্রী আমার সাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছে । এখন তাকে ফেরাতে আমি যদি বলি "আমাকে শেষ একটা সুযোগ দাও, নিজেকে শোধরানোর ও তোমাকে যথা সম্ভব সব দিক থেকে ভঅলো রাখার ইন শা আল্লাহ"; এই বাক্য বলাতে কি কোন তা** শর্ত আরোপ হবে ? বা এ বাখ্যের দ্বারা কি স্ত্রী তা** এর অনুমতি পেয়ে যাবে ? অনুগ্রহ করে শরয়ী মাসআলা জানাবেন । জাযাকাল্লাহু খয়রান ফি-দ্দ্বীন ।