১. আসসালামু আলাইকুম শায়েখ
https://ifatwa.info/76543/ এই লিংকে র প্রশ্ন গুলোর উত্তরে বলেছেন বিয়ে শুদ্ধ। তাও আমার একটা প্রশ্ন আসছে যে মেয়েটার বিয়ের আগে যদি তার খালা খালু জানতো যে মেয়ে টা নিজেকে ছোট খালা পরিচয় দিয়েছে তখন খালু যদি বলতো দুজন সাক্ষী র সামনে আমি ও ওর স্বামী তাহলে কি ইজাব কবুল বা বিয়ে হতো? মেয়েটা তখন এক জেলায় থাকতো আর খালু থাকতো ঢাকায় ফোনেও খালু র সাথে কথা হয় নাই আর সামনাসামনি ও ওই সময় দেখা সাক্ষাৎ কথা হয় নাই।জানার জন্য প্রশ্ন?
২. ছোট খালা বলে নিজেকে মিথ্যা পরিচয় দেয়া মানে তো ছোট খালাকে বিয়েতে উকিল করা হয় না বা মেয়েটার মা তার বোনকে মেয়ের জন্য ভাল ছেলে পেলে জানাতে বলছিল ছোট খালা বলছিল সে ভাল ছেলে কোথায় পাবে তখন তার মা বলছিল ও আচ্ছা এটুকু কথায় কি ছোট খালা কে উকিল নিয়োগ করা হয় না?
৩. মেয়েট মনে পড়ছে যে সে আসলে আমার স্বামী, আমার ছেলে এসব কিছু বলছিল না। তার বর সেই সময়ে এগুলো জানতে চেয়েছিলেন না। কালকো প্রশ্ন লেখার পর পর মনে পড়ছে শিওর হওয়ার জন্য স্বামীর ফোন চেক করতে চাইছে আগের ম্যাসেজ আছে কি না স্বামী র কাছে আগের ম্যাসেজ ছিল না। কিন্তু আগের কিছু ইমেইল ছিলো সেগুলো দুইদিন আগে চেক করে সে কিছুই পায়নি এ রকম কাল চেক করতে চাইলে স্বামী বলছে তার ইমেইল ডিলিট হয়ে গেছে। তার এখনকার বিয়ে তো শুদ্ধ তাই তো শায়েখ?
৪. ওয়াসওয়াসার কারণে এখন কি স্বামী কে জিজ্ঞেস করতে হবে যেখানে এখন ও শিওর ুরকম কিছু হয় নাই?
৫. এগুলো নিয়ে কি আর ভাবতে হবে ও নিশ্চিন্তে সংসার করতে চায়?এই
৬.
https://ifatwa.info/40283/ এই লিংক এর কমেন্ট আর
https://ifatwa.info/40336/ এই লিংক এ শায়েখের উত্তর অনুযায়ী তো ওর বিয়ে শুদ্ধ তাই তো শায়েখ?