ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
নামাজের অন্যতম একটি শর্ত হলো কাপড় পাক হওয়া।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ০৪)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি এক মাইলের মধ্যে পানি পাওয়া যায়,সেক্ষেত্রে পানি দিয়ে ধুয়ে কাপড় পাক করে নামাজ আদায় করতে হবে।
এক্ষেত্রে ওয়াক্ত চলেও গেলেও সেই নাপাক কাপড়ে নামাজ আদায় করা যাবেনা।
আর যদি এক মাইলের মধ্যে পানি পাওয়া না যায়,আর ঐ নাপাক কাপড় ব্যাতিত তার আর কোনো কাপড় না থাকে,সেক্ষেত্রে ঐ নাপাক কাপড়ে নামাজ আদায় করা যাবে।
(বেহেশতি যেওর ২/১৩)
(০২)
অবস্থা যদি এমন হয় যে,একেবারে মুখের ভিতরে চলে আসে,যাহা বের করে ফেলে দেয়া সম্ভব ছিলো,সেক্ষেত্রে রোযা ভেঙ্গে যাবে।
শুধু কাজা আবশ্যক হবে।
আর যদি মুখের ভিতরে চলে না আসে,সেক্ষেত্রে তো বের করে ফেলে দেয়া কষ্টকর,তাই এক্ষেত্রে রোযা ভেঙ্গে যাবেনা।
বিস্তারিত জানুনঃ-
(০৩)
এক্ষেত্রে আপনি উক্ত বিতর নামাজের কাজা আদায় করে নিবেন।