বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)মুহাম্মদ(ﷺ) খোদা না, আবার খোদা থেকে জুদা(আলাদা) ও না-[এই ধরণের আকিদা শিরক। ইশক/মহব্বতে এমন বললেও সেটাও শিরক হবে। কেননা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে আল্লাহ তা'আলার সমকক্ষ করা হচ্ছে।
(২) মারাত্মক শিরকী আক্বীদা যেমন হাজির-নাজির, ইলমুল গায়িব, নূরে মুজাসসাম, মৃতের কাছে হাজত পূরণের ক্ষমতা থাকা, মৃত ওলীকে জীবিত মনে করা, রাসূল(ﷺ) হাজত পূরণের ক্ষমতা থাকা...
এসব ভ্রান্ত আকিদা লালন এবং তা প্রচার-প্রসারের জন্য তাকে লানত, তাকফির করা যাবে।
(৩) তাদের কেউ কেউ বলে থাকে আল্লাহ খালিক, আর মুহাম্মদ ﷺ সমস্ত মাখলুকাতের মালিক। এই ধরণের আকিদা ও শিরক।খালিক ও মালিক একমাত্র আল্লাহ তা'আলাই।
(৪) তার উক্ত আকিদা কুফরি আকিদা। আকাবিরগণের তাকফির করা বা না করার সাথে কোনো বিশেষ মাহাত্ম্য নাই।
(৫) রেজা খান ব্রেলভী সম্পর্কে আল্লাহ কি করবেন, সেটা আল্লাহই ভালো জানেন।যেহেতু সে মৃত্যুর পূর্বে তাওবাহ করে যায়নি, তাই তার জন্য দু'আ করা যাবে না।