সম্মানিত মুফতী সাহেব,
আসসালামু আলাইকুম। আমার খুব নিকট একজন আত্মীয় ঝগড়ার সময় তার স্ত্রীকে বলেছে, 'আমি তোমাকে এক তালাকে বায়েন দিলাম।' তার ভাষ্যমতে এর বেশি কিছু বলে নাই। এখন আমরা যেটা জানি, এক তালাকে বায়েন বলে দিলে আবার মোহরানা ধার্য করে বিয়ে পড়াতে হবে। স্বামী স্ত্রী নিজেদের ভুল বুঝতে পেরে আবার বিয়ে করে নিতে চায়। দুইজন সন্তান আছে এদের। কিন্তু অবস্থা এমন, যে আমি ছাড়া অন্য কাউকে এই বিষয় জানাতে পারছে না। বিয়ের সময় তো সাক্ষী লাগবে দুইজন পুরুষ। আমি যদি নিম্নোক্ত সূরতে অন্য কাউকে সাক্ষী হবার জন্য ঠিক করে বিয়ে পড়িয়ে দেই, তাহলে কি বিয়ে হবে?
সূরতঃ আমি যদি অন্য একজনকে বলি যে, এই দুইজন সন্দেহ করছে যে, হয়তো তাদের বিয়ে কোন কথার দ্বারা ভেঙ্গে গিয়েছে, কিন্তু তারা নিশ্চিত নয়। তাই মনের শান্তির জন্য আবার বিয়ে মোহরানা সহকারে দোহরায়ে নিতে চায়। আপনি যদি এদের এই বিয়েতে সাক্ষী থাকেন তাহলে বেচারাদের খুব উপকার হয় এবং মনের অনেক বড় সন্দেহ দূর হয়ে যায়।
সম্মানিত মুফতী সাহেব, এইভাবে বলে যদি আর একজন সাক্ষী ম্যানেজ করা হয়, তাহলে কি বিয়ে হয়ে যাবে? আমি তো আসল ঘটনা জানি, কিন্তু উনি তো জানেন না। এতে কি কোন সমস্যা হবে?