ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।(সূরা বনি ইসরাঈল-৩২)
পর্দা সম্পর্কে বিস্তারিত জানুন-
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথমে আপনি নিজের কোনো মাহরাম মহিলাকে পাঠিয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, এবং আপনি মনে করেন যে, আপনার দাওয়াতের দ্বারা কাজ হতে পারে তাছাড়া আপনার নিজের প্রতি বিশ্বাস থাকে যে, আপনি কোনো প্রকার ফিতনাতে জড়াবেন না, তাহলে আপনি নির্জনতাকে পরিহার করে জনসমাগম স্থানে তাকে দাওয়াত দিতে পারবেন। নিজ চক্ষুকে হেফাজতে রেখে আপনি দাওয়াত দিতে পারবেন।যখনই দেখবেন যে, শয়তান ধোকা দিতে যাচ্ছে, তখনই আপনি দাওয়াতকে পরিহার করে নিবেন।কখনই একা বা নির্জনময় স্থানে দাওয়াত দিতে যাবেন না।