আসসালামু আলাইকুম।
আমি জেনেরাল লাইনে পড়ুয়া একজন ছেলে। দ্বীনের বুঝ আসার পর থেকে ফ্রি মিক্সিং সহ সকল হারাম পরিত্যাগ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি,,তারপরেও পরিপূর্ণ চোখের হিফাজত করতে সক্ষম হয়ে উঠতে পারিনা,,এর ফলে মাঝে মাঝে নিজের ঈমান দূর্বল হয়ে যায় আমি টের পাই।। উচ্চ মাধ্যমিকে ভালো রেসাল্ট করার পর বাবা মা চায় পাবলিক ভার্সিটিতে পড়ি,,,পাবলিক ট্যাগ তাদের দরকার এমন একটা মনোভাব,,কিন্তু আমি কলেজ লাইফের মতো আবার এই ফ্রি মিক্সিংয়ে গিয়ে নিজের ঈমান আমলের রিস্ক নিতে চাচ্ছি না। ফরজ ইলম টুকুও জানি না এখনো ঠিক মতো,জেনেরালের পড়ার চাপে ইচ্ছা থাকলেও পড়া হয়না ফরজ ইলম।।
এমতাবস্থায় আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই যেখানে ছেলে মেয়ে আলাদা ক্যাম্পাস,,সহশিক্ষা নেই,,,ফ্রি মিক্সিং মুক্ত পরিবেশ,,ইসলামি নিয়মে চলে সবকিছু,,এইচসি রেসাল্ট অনেক ভালো তাই আমি ৯০% স্কলারশিপ পেয়েছি।।তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েও নামমাত্র খরচে আমার অনার্স,মাস্টার্স করার সুযোগ,,,কিন্তু পরিবার মানতেছে না,,,তারা পাবলিক ট্যাগ চায়,,পাবলিকে না পড়লে ভবিষ্যতে কিছু করি খাওয়া যায় না ইত্যাদি,, আমি যদি শেষ পর্যন্ত আমার সিদ্ধান্ত তে অটল থাকি তাহলে বাবা মা রাজি হবেন,, কিন্তু তারা কষ্ট পাবেন,,,এতে কি আমার গুনাহ হবে?? আমাকে তারা চাইলেই ফিতনা মুক্ত পরিবেশে পড়ালেখা করার সুযোগ দিতে পারেন কিন্তু দিচ্ছেন না,,তারা বলেন যে কিছু হবে না ভার্সিটিতে গেলে,,,অথচ আমার চেনা জানা প্রায় সবাই ভার্সিটিতে গিয়ে নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে। এখন আমার করনীয় কি??
উল্লেখ্য,সহশিক্ষায় আমার পড়াশুনায় অনেক ক্ষতি হয়,,চোখের প্রচুর খিয়ানত হয়। এখন আমার করনীয় কি?
জাযাকাল্লাহ খাইরান