আসসালমুআলাইকুম হুজুর,
https://ifatwa.info/75593/ এই লিঙ্কে ৫ নম্বর প্রশ্ন তার উত্তর দিবেন। একটা প্রশ্ন অ্যাড করতে ভুলে গিয়েছিলাম , লিঙ্কে উক্ত গজল টা সঠিক উচ্চরণ করতে পারিনি , হয়ত ভুল উচ্চরণ করেছি কিন্তু সুরে সুর মিলিয়ে এমনি বলেছি।
১.হুজুর গজল এর সুরে সুরে হয়ত ভুল উচ্চরণ করেছি, যেহেতু আরবী ভাষা জানি না, গজল টা শুনতে ভালো লাগতো তাই সুরে সুর মিলিয়েছি হুজুর এমন ভুল হওয়ার জন্য কি ঈমান চলে যাবে?
২. আমি একজন পুরুষ। আমি আমার বাবার লিঙ্গ ভুল করে দেখে ফেলেছি তাহলে কি হুরমত হবে?
৩. জানিনা আমার বোন আব্বুর লিঙ্গ দেখেছে কি না , আমার ওয়াস্বাসর জন্য জিজ্ঞাসা করছি আমার বোন যদি আমার বাবার লিঙ্গ দেখে ফেলে , কিন্তু সে উত্তেজিত হয়নি , তাহলে তাহলে হুরমত হবে? সে উত্তেজিত হয়নি।
৪. হুজুর আমার বোন যদি বাবার লিঙ্গ দেখে ফেলে দিনের বেলায় , দিয়ে রাত্রে যদি তার এমনি উত্তেজনা হয় দিয়ে দিনে লিঙ্গ দেখার কথা মনে পড়ে , বা উত্তেজিত হয় তাহলে কি হুরমত হবে? সে তো অনেক ক্ষন পর উত্তেজিত তাহলে কি হুরমত হবে?
৫. হুজুর আমি জানিনা আমার বোনের দ্বারা কোন হুরমত হয়েছে নাকি , আমি এমনি ওয়াসওয়াসা জনিত সমস্যা থেকে জিজ্ঞাসা করছি , হুজুর আমার বোন তো জানেনা হুরমত সম্পর্কে , আমার বোনের দ্বারা যদি হুরমত হয়ে জাই ভুল করে , সে তো আর জানেনা আর লজ্জা তে বলতেও পারবে না। আর আমার ওয়াসওয়াসা র কারণে আমি বোনকে আন্দাজে জিজ্ঞাসা করতে পারিনা, আমি হয়ত ভাবছি হয়ত হয়েছে, বাস্তবে হয়ত এইসব কিছুই হয়নি । হুজুর এক্ষেত্রে কি আমার কোনো গুনহা হবে?