ব্যাংক এর আইটি তে চাকরি করা কি হারাম? এখানে তো সুদ দেওয়া নেওয়া , সাক্ষী, সুদের টাকা গোনা এর কাজ হচ্ছেনা। কিন্তু এখানেতো সুদ এর টাকা থেকে বেতন দেওয়া হয়।
তাছারা ইসলামী ব্যাংক গুলোতেও কি চাকরি করা যাবে না? এখানে কাজ করার নিয়ত ছিল আমার যে যারা ইসলামী শরিয়া নিয়ে কাজ করে তাদের সাথে কাজ করব আর যারা ইসলামী শরিয়া গ্রহন করে তাদের জন্য কাজ করব।
সুদ এর টাকা হাত বদল হলেই কি তা হালাল হয়ে যায়? তাহলে যে সকল কোম্পানি সুদী ব্যাংক এর নিকট জিনিস বিক্রি করে সেখানে কি চাকরি করা যাবে?