১.কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে " আমাকে ছেড়ে দাও" আর স্বামী তার বউ এর না বুঝেই বলে দেয় " ওকে/আচ্ছা" এতে কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে?
২. আজকে আমার বউ অসুস্থ থাকার পরেও বাইরে খেতে যাওয়ার কথা বলায় বলে"তুমি কি আমাকে মেরে ফেলতে চাও" বলে আরেটা কি জানি বলে আমি বুঝি নাই, না বুঝে বলে দেই "আচ্ছা/ওকে" তার পর থেকে আমার মনে ওসওয়াসা শুরু হয়েছে, তাক তখন জিগ্যাস করি নাই কি বলেছে, এখন মাথায় আসছে তাকে কি জিগ্যেস করা দরকার? বিষয়টা এট্টু অস্বাভাবিক তাছাড়া মনে আছপ কি না কে জানে?না জিগ্যেস করলে কি বিবাহে সমস্যা হবে?
৩. আজকে এক হিন্দু ছেলে, (জুনিয়র) হঠাৎ আমাকে দেখে সমানে এসে দুই হাত উপরে তুলে কিছু মাথা নুয়ায় (রুকুর মতো এতো না) তখন আমি "ধুর মিয়া/,এই মিয়া!!!" এভাবে একটা কথা বলি। তার পর বললাম, এটা কি করো,মুখে কিছু হাসি ছিলো হয়তো, তবে মনে মনে বিরক্ত হয়েছিলাম তার কাজে, পরে সে বলে সালাম দিচ্ছি, পরে তার সাথে এই বিষয়ে কথা না বলে মটরে পানি নাই কেনো সেই বিষয়ে কথা বলে হাসি মুখে চলে আসি। এর ফলে কি কুফর হবে? এভাবে এই কাজ করায় আমি যথেষ্ট বিরক্ত হয়েছি, এবং এসব কোনো ণানবেই সমর্থন দিচ্ছি না।
৪. মনে মনে কেনায়া/সরিহ/ শর্তযুক্ত, তালা* এর কথা বলার সময় যদি তার যদি অন্য কথা বলা/কাজ করার দরূন জিহ্বা নড়ে, মুখ নড়ে, অন্য শব্দ বের হয়। এতে কি তালা* হবে?
৫. " প্রতিদিন তোমার ডাকে সূর্য হাসে, ও আমার দেশ" এই গানের লাইন গাইলে কি কুফর হবে?
৬. আমার বউ জানতো না সাদাস্রাব নাপাক, এবং স্রাব লাগানো কাপড়ে অবস্থায়, অনেক নামাজ পরেছে, এখন কি করনীয় তার?
৭.
https://ifatwa.info/74769/
এই লিংকে একজনকে বলেছিলেন যে আল্লাহ সাক্ষী এটা করবো না বললে শপথ/কসম হয়ে যাবে।
আমি একই রকম বলেছিলাম, তখন আমাকে বলেছিলেন লাগবে না,(
https://ifatwa.info/53380/?show=53380#q53380 ) সে আবার কমেন্ট ও করেছে।আসলে কি কসম ভঙ্গ হয়েছে না কি হয় নি, দুই রকম বলায় কনফিউশানে পরে গেছি কি করবো শায়েখ?
৮. আমার মনে হচ্ছে আমি একদিন আমার বউকে বলেছিলাম একটা হোটেল/রেস্টুরেন্ট উদ্দেশ্য করে বলেছিলাম "আল্লাহ সাক্ষী কখনোই এইখানে তোমার সাথে অন্তরঙ্গ হবো না / তোমার সাথে এইসব করবো
না"
এই খানে বলতে ওই জায়গাটাই বুঝিয়েছিলাম, এর ফলে কি ইলা হয়েছিলো?
৯. ৮ এর ক্ষেত্রে আল্লাহর কসম বললে কি ইলা হয়ে যেতো?
১০. সর্বোপরি আল্লাহ সাক্ষী এটা করবো না বললে কি কাফফারা চলে আসবে? আপনার বলা অনুযায়ী আমি তো প্রথমে জানতাম এটায় শপথ হবে না, বুঝতেছিনা কি করবো।
১১.ইলার কসম করে ফেললে পরে স্বামী যদি তার বউএর সাথে সহবাস না করে৷ এমনিই কাছাকাছি এসে স্বামীসুলভ স্পর্শ করে এতে কি ইলা ভঙ্গ হয়?