আসসালামু আলাইকুম। রামাদানের শেষ ১০ রাতে প্রতি রাতে নিয়মিত সাদাকা করা কি বিদআত হবে?যেমনঃ আমি যদি প্রতি রাতে ১০ টাকা সাদাকা করি,তাহলে আমরা লাইলাতুলকদর মিস যাবে না।লাইলাতুলকদর মিস যেন না যায় এজন্য আমি যদি এটা করি এটা কি বিদআত হবে?
অনুরূপ ভাবে, জিলহজের প্রথম ১০ দিন খুবই ফজীলত পূর্ন। বছরের সর্বশ্রেষ্ঠ ১০ দিন।আমি যদি প্রতিদিন সাদাকা করি এটা কি বিদআত হবে?