ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ يَسْتَسْقِي هَكَذَا يَعْنِي وَمَدَّ يَدَيْهِ وَجَعَلَ بُطُونَهُمَا مِمَّا يَلِي الأَرْضَ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ .
আনাস (রাঃ) সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য এরূপে দু‘আ করেছেন। অর্থাৎ তিনি দু’ হাত প্রশস্ত করে দু’ হাতের তালুকে যমীনের দিকে রেখেছেন। এমনকি আমি তাঁর বগলের সাদা অংশ দেখেছি।
(মুসলিম (অধ্যায় : ইসতিসকা, অনুঃ ইসতিসকার দু‘আতে দু’ হাত উত্তোলন করা) আবু দাউদ ১১৭১, আহমাদ (৩/২৪১), ইবনু খুযাইমাহ (হাঃ ১৪১৭) হাম্মাদ হতে তিনি সাবিত হতে আনাস সূত্রে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হাত উল্টো করে দোয়া করার বিষয়টি সলাতুল ইস্তিস্কা তথা বৃষ্টি প্রার্থনার নামাজের শেষের দোয়ার আদব।
রাসুলুল্লাহ সাঃ এমন ভাবেই ইস্তিস্কা তথা বৃষ্টি প্রার্থনার নামাজের শেষে দোয়া করেছিলেন।