১. আসসালামু আলাইকুম শায়েখ কোন মেয়ে তার মাকে পছন্দ কোন ছেলে থাকলে এভাবে বললে যে আমি সেই বা ঐ ছেলেকে বিয়ে করবো বা আমি ঐ বা সেই ছেলে কে বিয়ে করতো চাই। এতে যদি মা রাজি হয় আচ্ছা বা সম্মতি সূচক কিছু বলে বা আচ্ছা বিয়ে করো যাও এমন কথায় কি মাকে বিয়ের উকিল বানানো হয় বা সে এখন ঐ ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে বিয়ে হয়ে যাবে? জানার জন্য প্রশ্ন এমন কিছু হয় নাই।
২. আসলে আমি একটা ছেলেকে পছন্দ করতাম সেই ছেলের কথা মাকে বলছিলাম। যে আমি একটা ছেলেকে পছন্দ করি আমি ছেলেকে বিয়ে করতে চাইতাম না তখন কারণ ঐ আমি আস্তে হেদায়েত পাচ্ছি লাম। আমি নামাজ, এবং পরিপূর্ণ পর্দা করা শুরু করি। এবং ঐ ছেলের সাথে যোগাযোগ আস্তে আস্তে অফ করে দিই। আমার মা কে ঐ ছেলের সাথে পরিচয় করায় দিছিলাম সে ছেলে বলছিল তার টাইম লাগবে এক বছর আমি বলছিলাম আমার মাকে অন্য ভাল ছেলে খুজতে আমার ডিপ্লোমা শেষ এর পর। কারণ আমি ঐ ছেলেকে বিয়ে করতে চাইতাম না। ওই ছেলের জোড়াজুড়ি তেই আমি আমার মাকে ওর সাথে দেখা করায় দিছিলাম। পরে ওই ছেলেও বিয়ে করতে চাইতো না। আমি মাকে কখনো বলি নাই ওই ছেলেকে বিয়ে করবো বা আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও। ঐ ছেলের সাথে দেখা করার আগে আমার মা কি কারণে এমন কথা বলতে গেছে যে তুমি আমার মেয়েকে বৌ বলে ডাকতে পারো না এটা আমার মা প্রশ্ন করছে। ছেলেটা উত্তর দিছে যখন হবে তখন দেখবো। আমি এর কিছু জানতাম না। আমার আমাকে ডেকে বলছে ওর সাথে যোগাযোগ অফ করে দাও। আমি চাইনা ওর সাথে তোমার বিয়ে হোক। আমি নিজে ঐ ছেলেটার সাথে কথা বলছি সে বলছিল যখন হবে তখন দেখবো বলছে আর কথোপকথন কোন সাক্ষী ছিল না। এবং এই ঘটনার পর আমি কি মনে করে ওই ছেলের ফোন নাম্বার বড় জামাই লিখে মায়ের ফোনে সেভ করি। কিন্তু সেই দিনই নাম্বার ডিলিট করে দেই। কিন্তু তখন ঐ ছেলের সাথে আমার যোগাযোগ অফ ছিল। তখনও আমি ওকে বিয়ে করতে চাই তাম না। কিন্তু আবেগে এমন কাজ করছিলাম। আমার বিয়ের পরে ওয়াসওয়াসা আসায় সব ভুলে গেলে মাকে জিজ্ঞেস করলে তিনটা উত্তর দেয় যে, যখন হবে তখন দেখবো, যখন হবে তখন বলবো, যখন হবে তখন ডাকবো এই তিনটার মধ্যে কনফিউশান হয় আমার মায়ের তবে সে শিওর ছিল কবুল বা সম্মতিসূচক কিছু বলে নাই। এবং আমারো মনে পড়ে যায় যে আমি নিজে ঐ ছেলেকে জিজ্ঞেস করায় সে বলছিল যখন হবে তখন দেখবো এটা বলছিল আমি শিওর ১০০%। আমার তো অনেক পুরনো কথা মনে থাকে। আর ঐ ছেলেটা বলছিল এই কথোপকথন কেউ শোনে নাই। শায়েখ আমাকে েপরামর্শ দিবেন এই ওয়াসওয়াসা থেকে বেরোতে চাই। আমার এখন অন্য জায়গায় বিয়ে হইছে আমি নিজে মানি অভিভাবক ছাড়া বিয়ে হয় না। কিন্তু আমার স্বামী সে কোন নির্দিষ্ট মাজহাব মানে না তবে সে মানে কাজী না থাকলে অভিভাবক ছাড়া বিয়ে হয় না আর কাজী থাকলে অভিভাবক ছাড়া বিয়ে হয়। এখানে তো কোন ইজাব কবুল হয় নাই তাই তো শায়েখ? আমার এখন কার বিয়ে তো শুদ্ধ?
৩. আমার কি এগুলো নিয়ে চিন্তা করা লাগবে? আমি নিশ্চিন্তে সংসার করতে চাই। আর আমার ঘটনা মনে আছে আমি নিজে ঐ ছেলেকে জিজ্ঞেস করছিলাম আমার প্রথম দিকে মনে না থাকা বা আমার মায়ের উত্তরে কনফিউশান কি আমার এখন কার অন্য ছেলের সাথে বৈবাহিক জীবনে কোন সম্যসা করবে।
৪. যেহেতু অতীতের পাপ আমি আমার স্বামী কে এই ঘটনা জানাই নি। তাকে কি জানানো লাগবে? যেখানে ইজাব কবুল হয় নাই।
আপনাদের জন্য অনেক দুয়া আল্লাহ আমার মতো গুনাহগার মানুষদের পাগলামি কর প্রশ্নে উত্তর দিয়ে সাহায্য করার উসিলায় যেন আপনাদের দুনিয়া এবং আখিরাত যেন বরকত ময় হয় আমিন শায়েখ।