আসসালামু আলাইকুম। ছোটোবেলায় তখন আমি সাবালক হয়েছি কিনা জানতাম না কিংবা সবে সাবালক হয়ে থাকার সম্ভবনাই বেশি।
একদিন পড়ার উদ্দেশ্যে বেহেশতি জেওর বই খুলে তালাকের অধ্যায় পড়তে থাকি। এক পর্যায়ে কিতাবে লিখা একটি তালাকের উদাহরণ মুখ দিয়ে বলে ফেলি বা পড়া শেষে নিজেই চিন্তাভাবনা করতে গিয়ে মুখ দিয়ে "আমি আমার স্ত্রীকে তালাক দিলাম)" এরকম বলে ফেলি বা "আমি আমার হবু(ভবিষ্যৎ) স্ত্রীকে তালাক দিলাম।" "এক তালাক দিলাম" একটু থেমে "না" এরকম শব্দও বলে ফেলি। অনেকবারই বলেছি হয়তো। ঠিক কয়বার বলেছি আমার খেয়াল নেই। এতটুকু আওয়াজে বলেছি যে আমি নিজে শুনতে পেয়েছি নিচু আওয়াজে।
আমি কোনো রকম তালাকের উদ্দেশ্য ছাড়া এরকমটা বলেছি। এরপর দুপুর থেকে মাগরিব পর্যন্ত এটা নিয়ে আমি পড়েছিলাম। তালাক দিলাম, হবু স্ত্রীকে তালাক দিলাম, হবু স্ত্রীকে তালাক দিলাম না। এক/দুই/তিন দিলাম, দিলাম না। আমি যদিও পূর্বে থেকে এই ধরণের ওয়াসওয়াসায় আক্রান্ত ছিলাম না এরপরও ওই মুহূর্তে আমি ওয়াসওয়াসায় পড়েই সম্ভবত এইগুলো বলতে থাকি অর্থাৎ আসর মাগরিব পর্যন্ত তাকে তিন, তাকে তিন তালাক দিলাম না, দিলাম না এইগুলো আমি উঠতে বসতে নিচু আওয়াজে বলতেই থাকি। এটাকে ওয়াসওয়াসা ধরা যাবে? আমার যতোটুকু মনে পড়ে আমি যখনই, যাকেই এই ধরণের কোনো শব্দ ব্যবহার করিনি।
এমতাবস্থায় আমার করণীয় কী? আমার যদি কোনো পছন্দের পাত্রী থাকে আমি তাকে কীভাবে বিয়ে করতে পারি?
কিংবা এরকম যদি হয় বিয়ে করা মাত্রই তালাক হয়ে যায় তাহলে পুনরায় একই মজলিসে ইজাব কবুলের মাধ্যমে আবার বিয়ে করে নিলেই হবে সাথে সাথে? সেক্ষেত্রে মোহরের বিষয়টি কি হবে? নতুন করে মোহর নির্ধারণ করে নিতে হবে নাকি বিয়ের পর স্ত্রীর সাথে সমাঝোতা করে মোহর নির্ধারণ করে নিলেই হবে?
আমার ২য় ও পরবর্তী বিয়েগুলোর ক্ষেত্রে কী তালাকের এই ঘটনা কার্যকর হবে? মানে তালাক হয়ে যাবে? শুধু ১ম বিয়ের ক্ষেত্রেই কেবল তালাক পতিত হবে বা হবে না?
এরকমটি কি করা যাবে, আমি কোন একজন অসহায় কাউকে চুক্তি ছাড়া স্বাভাবিক নিয়মে বিয়ে করলাম। অর্থাৎ আমার পছন্দকৃত পাত্রীকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করলাম যেন তার উপর কোনো তালাক পতিত না হয়। আর ১ম স্ত্রী মোহরের একটা অংশ পেলো যা তার জন্য সহায়ক হবে। বিষয়টি পরে তাকে জানিয়ে দেওয়া হলো।
আমি সঠিক সম্ভাম্ভ সব সমাধান চাচ্ছি যেন দুনিয়া ও আখিরাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হই। অনুগ্রহ করে কুরআন ও হাদীস, শরিয়াহ অনুযায়ী উপযুক্ত সমাধান দিবেন আমীন।